আইপিএল ২০২৫: যাদের ধরে রাখল ফ্র্যাঞ্চাইজিগুলো

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-01 13:02:25

আইপিএলের নিলামের আরও সময় বাকি আছে। তবে এর আগে দলগুলোর কাজের একটা ধাপ শেষ হলো কাল। গেল আসরের স্কোয়াড থেকে খেলোয়াড় ধরে রাখার কাজটা সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

কোন দল কাকে ধরে রাখল, তা এক নজরে দেখে নেওয়া যাক–

মুম্বাই ইন্ডিয়ান্স
ধরে রেখেছে– ৫ খেলোয়াড়কে– যশপ্রীত বুমরাহ (১৮ কোটি রুপি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি রুপি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি রুপি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি রুপি), তিলক ভার্মা (৮ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৪৫ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ১টি
আরটিএমের যোগ্য খেলোয়াড়– অনভিষিক্ত ১ জন
ছেড়ে দেওয়া বড় নাম– ঈশান কিষাণ, টিম ডেভিড

সানরাইজার্স হায়দরাবাদ
ধরে রেখেছে– ৫ খেলোয়াড়কে– হাইনরিখ ক্লাসেন (২৩ কোটি রুপি), প্যাট কামিন্স (১৮ কোটি রুপি), অভিষেক শর্মা (১৪ কোটি রুপি), ট্র্যাভিস হেড (১৪ কোটি রুপি), নিতিশ কুমার রেড্ডি (৬ কোটি রুপি).
নিলামের জন্য বাকি– ৪৫ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ১টি 
আরটিএমের যোগ্য খেলোয়াড়– অনভিষিক্ত ১ জন
ছেড়ে দেওয়া বড় নাম– ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার

চেন্নাই সুপার কিংস
ধরে রেখেছে– ৫ খেলোয়াড়কে– রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি রুপি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি রুপি), মাথিসা পাথিরানা (১৩ কোটি রুপি), শিভম দুবে (১২ কোটি রুপি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৫৫ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ১টি 
আরটিএমের যোগ্য খেলোয়াড়– অভিষিক্ত/অনভিষিক্ত ১ জন
ছেড়ে দেওয়া বড় নাম– ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, দীপক চাহার, শার্দূল ঠাকুর, মাহেশ থিকসানা, তুষার দেশপান্ডে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ধরে রেখেছে– ৩ খেলোয়াড়কে– বিরাট কোহলি (২১ কোটি রুপি), রজত পতিদার (১১ কোটি রুপি), যশ দয়াল (৫ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৮৩ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ৩টি 
আরটিএমের যোগ্য খেলোয়াড়– অভিষিক্ত ২ ও অনভিষিক্ত ১ জন অথবা অভিষিক্ত ৩ জন।
ছেড়ে দেওয়া বড় নাম– গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ, ফাফ ডু প্লেসি, ক্যামেরন গ্রিন

দিল্লি ক্যাপিটালস
ধরে রেখেছে– ৩ খেলোয়াড়কে– অক্ষর পাটেল (১৬.৫০ কোটি রুপি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি রুপি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি রুপি), অভিষেক পোরেল (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৭৩ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ২টি 
আরটিএমের যোগ্য খেলোয়াড়– অভিষিক্ত ১ ও অনভিষিক্ত ১ জন অথবা অভিষিক্ত ২ জন
ছেড়ে দেওয়া বড় নাম– ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, আনরিখ নরকিয়া

কলকাতা নাইট রাইডার্স
ধরে রেখেছে– ৬ খেলোয়াড়কে– রিংকু সিং (১৩ কোটি রুপি), বরুণ চক্রবর্তী (১২ কোটি রুপি), সুনীল নারাইন (১২ কোটি রুপি), আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি), হারশিত রানা (৪ কোটি রুপি), রমনদীপ সিং (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৫১ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– নেই 
আরটিএমের যোগ্য খেলোয়াড়– নেই
ছেড়ে দেওয়া বড় নাম– শ্রেয়াস আইয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, নিতিশ রানা

রাজস্থান রয়্যালস
ধরে রেখেছে– ৬ খেলোয়াড়কে– সাঞ্জু স্যামসন (১৮ কোটি রুপি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি রুপি), রিয়ান পরাগ (১৪ কোটি রুপি), ধ্রুব জুরেল (১৪ কোটি রুপি), শিমরন হেটমায়ার (১১ কোটি রুপি), সন্দ্বীপ শর্মা (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৪১ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– নেই 
আরটিএমের যোগ্য খেলোয়াড়– নেই
ছেড়ে দেওয়া বড় নাম– যুজবেন্দ্র চাহাল, জস বাটলার, রবিচন্দ্রন অশ্বিন

গুজরাট টাইটান্স
ধরে রেখেছে– ৫ খেলোয়াড়কে– রশিদ খান (১৮ কোটি রুপি), শুবমান গিল (১৬.৫ কোটি রুপি), সাই সুদর্শন (৮.৫ কোটি রুপি), রাহুল তেওয়াটিয়া (৪ কোটি রুপি), শাহরুখ খান (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৬৯ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ১ 
আরটিএমের যোগ্য খেলোয়াড়– ১ অভিষিক্ত খেলোয়াড়
ছেড়ে দেওয়া বড় নাম– মোহাম্মদ শামি, ডেভিড মিলার

লখনৌ সুপার জায়ান্টস
ধরে রেখেছে– ৫ খেলোয়াড়কে– নিকলাস পুরান (২১ কোটি রুপি), রবি বিষ্ণোই (১১ কোটি রুপি), মায়াঙ্ক যাদব (১১ কোটি রুপি), মহসিন খান (৪ কোটি রুপি), আয়ুশ বাদোনি (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৬৯ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ১ 
আরটিএমের যোগ্য খেলোয়াড়– ১ অভিষিক্ত খেলোয়াড়
ছেড়ে দেওয়া বড় নাম– লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিস, কুইন্টন ডি কক, ক্রুনাল পান্ডিয়া

পাঞ্জাব কিংস
ধরে রেখেছে– ২ খেলোয়াড়কে– শশাঙ্ক সিং (৫.৫ কোটি রুপি), প্রাভসিমরান সিং (৪ কোটি রুপি).
নিলামের জন্য বাকি– ১১০.৫ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– 
আরটিএমের যোগ্য খেলোয়াড়– ৪ অভিষিক্ত খেলোয়াড়
ছেড়ে দেওয়া বড় নাম– হার্শাল পাটেল, আরশদীপ সিং, স্যাম কারান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদা

এ সম্পর্কিত আরও খবর