আর্সেনাল-লিভারপুলের ড্রয়ের রাতে মন খারাপ ম্যানইউ কোচের

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-28 12:36:22

দুই জায়ান্টের লড়াইয়ে কেউ জেতেনি, কেউ হারেনি। এমিরেটসে আর্সেনাল ও লিভারপুল ম্যাচটি ২-২ গোলে ড্র। এ কারণেই ম্যানচেস্টার সিটিকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগটা হারাল লিভারপুল।

খেলার নবম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। ১৮তম মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে সমতা আনে লিভারপুল (১-১)। এরপর ৪৩তম মিনিটে মিকেল মেরিনোর হেডে ফের এগিয়ে যায় আর্সেনাল। তবে এই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়া হয়নি। ৮১তম মিনিটে মোহাম্মদ সালাহর গোল ড্রয়ের স্বস্তি এনে দেয় লিভারপুল শিবিরে।

পরিসংখ্যান জানাচ্ছে আর্সেনালে বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহর এটি ১৫ ম্যাচে ১১ নম্বর গোল। প্রিমিয়ার লিগে সালাহর চেয়ে আর্সেনালের বিপক্ষে বেশি গোল করেছেন শুধু দুজন-হ্যারি কেইন (১৪) ও ওয়েন রুনি (১২)।

এ অবস্থায় প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি। ১৮ পয়েন্ট নিয়ে এরপরই আর্সেনাল।

তবে ম্যানইউ হতাশা নিয়েই মাঠ ছেড়েছে রোববার রাতে। ওয়েস্ট হামের কাছে হেরে গেছে ১-২ গোলে হেরে গেছে রেড ডেভিলা। চেলসি ২-১ গোলে হারাল নিউক্যাসলকে। ড্রয়ের দিকে যেতে থাকা ম্যাচে শেষ সময়ের একটি সিদ্ধান্তে হারল ম্যানইউ। ভিএআর থেকে পাওয়া পেনাল্টিতে ওয়েস্ট হ্যাম গোল করায় হারল এরিক টেন হাগের দল।

মন খারাপ ম্যানইউ কোচ এরিক টেন হাগ বলছিলেন, ‘চলতি মৌসুমে তিনবার মনে হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। এটা ঠিক আমাদের গোল করা উচিত ছিল। এত সুযোগ আমরা পেয়েছি, অন্তত দুই-তিন গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু যেভাবে শেষ সময়ে পেনাল্টি দেওয়া হলো, তা ছিল অন্যায্য।’

ম্যানচেস্টার ইউনাইটেড এই হারের পর আরও বিপাকে। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চলে গেল ১৪ নম্বরে। সমান ১১ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে তাদের এক ধাপ ওপরে ওয়েস্ট হ্যাম।

এ সম্পর্কিত আরও খবর