জয়ের স্বপ্ন দেখাচ্ছেন অধিনায়ক শান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-10-20 21:17:40

পাকিস্তান সিরিজের শুরুতে স্থানীয় এক সাংবাদিক বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে মনে করিয়ে দিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে দলের ইতিহাসের কথা। জবাবে শান্ত বলেছিলেন, ইতিহাস তো চাইলে বদলানো যায়ই! মাঠের ক্রিকেটে তা করেও দেখিয়েছে দল।

তেমনই একটা পরিস্থিতি দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেও হাজির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো ওয়ানডে সিরিজ জয় আছে বাংলাদেশের। তবে টেস্টে সিরিজ তো দূর, একটা ম্যাচও জিততে পারেনি দলটা। দুটো টেস্টে ড্র আছে, তবে সে দুই ম্যাচও বৃষ্টির কল্যাণে ড্র হয়েছে।

তবে পাকিস্তান সিরিজের মতো এবার সে ইতিহাসটাও বদলে দিতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস এবার ফলটা অন্য রকমই হবে।
বললেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনও জিতিনি। তবে আমার মনে হয় আমাদের সামনে এখন একটা বড় সুযোগ। আমাদের যে দল আছে, আমাদের নিজেদের মাঠে খেলা। অবশ্যই আমাদের যে দল আছে, আমরা মনে করি ওদের বিরুদ্ধে খুব ভালো ফলাফল আনা সম্ভব।’

কেন, সেটাও জানালেন তিনি, ‘আমি মনে করি আমাদের দলটা বেশ ভালো অবস্থানে আছে এখন, বিশেষ করে আমাদের টেস্ট দলটা। ঘরের মাঠে আমরা সবসময় ভালো করি। আমার বিশ্বাস আমাদের যে বোলিং আক্রমণ আছে, যে ব্যাটাররা আছেন, যদি আমাদের পরিকল্পনাটা ঠিকঠাক এক্সিকিউট করতে পারি, তাহলে আমার মনে হয় ভালো টেস্ট ম্যাচই হবে। দুইটা দলের জন্যই অনেক চ্যালেঞ্জ হবে। যে দলটা প্রতি সেশন ধরে ধরে ভালো ক্রিকেট খেলবে, সে দলটাই জিতবে। তবে অবশ্যই বাংলাদেশ দলকে একটু এগিয়ে রাখব।’

টেস্ট জয়ের পূর্বশর্ত সেশন ধরে ধরে জেতা, সেটাই দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবারও মনে করিয়ে দিলেন শান্ত। বললেন, ‘আমি বিশ্বাস করি জেতা উচিত। যদি আমরা ভালোভাবে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমাদের প্রক্রিয়ার মধ্যে থাকতে পারি তাহলে আশা করি এবার আমরা মনে করি ফলাফলটা অন্যরকম হবে।’

এ সম্পর্কিত আরও খবর