ফেসবুক স্ট্যাটাসেই যেহেতু সবকিছুর সমাধান হয়, প্রতিদিন স্ট্যাটাস দেব: শান্ত

, খেলা

খেলা ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-20 15:48:33

দেশের ক্রিকেট পাড়ায় এখন আলোচিত ইস্যু সাকিব আল হাসানকে নিয়ে। আগামীকাল (সোমবার) থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ অফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এদিন আগামীকালকের টেস্ট ছাপিয়ে আলোচনার বেশিরভাগই ছিলো টাইগার অলরাউন্ডারকে ঘিরেই।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব। সে আঙ্গিকে সাকিবকে স্কোয়াডে রেখেই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। কিন্তু নিরাপত্তা শঙ্কায় সাকিবের দেশে না ফেরায় তাকে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের।

মিরপুরে সাকিবের কার্যত বিদায়ী টেস্ট খেলতে না পারা নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি বলেন, ‘এখন যত কথা বলব, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছেন না। এখন বর্তমান সময়ে যে অবস্থা, ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’

সাবিকের না থাকায় খেলায় কোন প্রভাব পড়বে কী না এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘অবশ্যই এখন সমস্যা হচ্ছে কম্বিনেশন মিলাতে। এটা অস্বীকার করার কিছু নেই। হয়তো এই জায়গাটা ঠিক করতে আমাদের বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণে নেই। এটা আমাদেরকে সেভাবেই ম্যানেজ করতে হবে। যে খেলোয়াড়গুলো আছে, আমার মনে হয় ওই সক্ষমতাটা আছে যে, যার যে জায়গা থেকে ভূমিকা রাখবে। আমি আশা করবো যে খেলোয়াড় আসবে তার জায়গা থেকে সে একশ ভাগ দেবে।’

উল্লেখ্য, ৯ বছর পর বাংলাদেশ সফর করছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৫ সালের সফরে ৩ সংস্করণের সিরিজ খেলেছিল প্রোটিয়ারা। টি-টোয়েন্টি সিরিজ হারলেও সেবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আর বৃষ্টিতে টেস্ট সিরিজের দুটি ম্যাচই ড্র হয়।

এ সম্পর্কিত আরও খবর