বিপিএলে দল পাননি মুমিনুল-মোসাদ্দেক

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-10-14 18:15:02

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আর বেশি দিন বাকি নেই। তার প্রায় আড়াই মাস আগে আজ হয়ে গেল নতুন মৌসুমের ড্রাফট। সেই ড্রাফট থেকে দলগুলো খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজিয়ে ফেলেছে ইতোমধ্যেই।

আজ ড্রাফটে অংশ নিয়েছে ৭ ফ্র্যাঞ্চাইজি। তারা এই ড্রাফট থেকে দেশীয় ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে ৭৮ জনকে দলে ভিড়িয়েছে। দেশীয় ক্রিকেটার এই তালিকায় আছেন ৬২ জন, আর বিদেশী ছিলেন ১৬ জন।

তবে ড্রাফট শেষে দেখা গেছে জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক দল পাননি। সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ বাংলাদেশের জার্সি গায়ে চড়ানো মোসাদ্দেক হোসেনও কোনো দলে জায়গা পাননি।

গেল আসরে মুমিনুল হক খেলেছেন রংপুর রাইডার্সে। তবে তিনি ড্রাফটে দল পাননি, মাঝপথে রংপুর দলে ভিড়িয়েছিল তাকে। এরপর তাকে খেলানো হয়েছিল মোটে এক ম্যাচে। ওদিকে মোসাদ্দেক গত বিপিএলে খেলেছেন দুর্দান্ত ঢাকা ফ্র্যাঞ্চাইজিতে। সেই ফ্র্যাঞ্চাইজি এবার বিপিএলেই নেই। মোসাদ্দেক হোসেনও দল পাননি এবার।

এ সম্পর্কিত আরও খবর