নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার থাকছেন যারা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-24 21:54:33

এই বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবেই গণ্য করা হলেও বাংলাদেশের কোন আম্পায়ার নেই! ০৩ অক্টোবর মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ মঙ্গলবার বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আম্পায়ারদের তালিকা প্রকাশ করল আইসিসি। কিন্তু এই তালিকায় নেই বাংলাদেশের কোন আম্পায়ার!

অবশ্য এনিয়ে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে সব নারী আম্পায়ার রাখা হয়েছে। ২০২৩ বিশ্বকাপে এই ব্যাপারটির সূচনা হয়।

১৩ জনের মধ্যে ১০ জন আম্পায়ার ও ৩ জন আছেন ম্যাচ রেফারি। আম্পায়ারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হলেন ক্লেয়ার পোলোসাক। চারটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেন তিনি। কিম কটন ও জ্যাকুইলিন উইলিয়ামস চতুর্থবারের মতো বিশ্বকাপে আসছেন।

সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর অব্দি চলবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ।

২০২৪ বিশ্বকাপের আম্পায়ার
লরেন এজেনব্যাগ, কিম কটন, সারাহ ডাম্বানেভানা, আনা হ্যারিস, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান ও জ্যাকুইলিন উইলিয়ামস।

ম্যাচ রেফারি
শানড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী ও মিশেল পেরেইরা।

এ সম্পর্কিত আরও খবর