দুই ধাপে দেশে ফিরছেন শান্তরা, সাকিবের গন্তব্য ভিন্ন 

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-09-04 14:30:01

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের ইতিহাসের পর সিরিজ জয়ের ইতিহাসটাও গড়েছে বাংলাদেশ। গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের দারুণ জয়ের মধ্য দিয়ে স্বাগতিকদের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ঐতিহাসিক এই সিরিজ শেষে আজই (বুধবার) দেশে ফিরছে বাংলাদেশ দল। 

শান্তরা দেশে ফিরবেন দুই দলের ভাগ হয়ে। সিরিজ শেষে গতকালই পাকিস্তান ছেড়েছে বাংলাদেশ দল। দুবাই হয়ে দলের প্রথম ভাগ ঢাকায় পৌঁছাবে আজ রাত সাড়ে ১১টায়। দ্বিতীয় ভাগ ফিরবে তার আড়াই ঘণ্টা পর। কেননা তারা আসছে কাতার হয়ে। সেই বিমানটি ঢাকায় পৌঁছাবে আনুমানিক রাত ২টার দিকে। 

দলের সঙ্গে কোচিং প্যানেলের প্রায় সবাই ফিরছেন দেশে। কেবল পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নিউজিল্যান্ডে গেছেন তার পরিবারের সঙ্গে দেখা করতে এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কিয়েলি নিয়েছেন ছোট ছুটি। 

তবে দলের ১৬ সদস্যের বাকি সবাই দেশে ফিরলেও সাকিব আল হাসানের গন্তব্য ভিন্ন। পাকিস্তান থেকে সরাসরি ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন দেশসেরা এই অলরাউন্ডার। সারের হয়ে কাউন্টিতে খেলার জন্য আগেই সাকিবকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে সারের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ম্যাচটা শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। পরে ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের। 

এদিকে দেশে ফিরে খুব একটা বিশ্রাম পাচ্ছেন না শান্ত-তাসকিনরা। কেননা চলতি মাসেই তাদের ভারত সফর। যার ক্যাম্প শুরু হয়ে যাবে ৮ সেপ্টেম্বর। ভারতের উদ্দেশে বাংলাদেশ দল দেশ ছাড়বেন ১৫ সেপ্টেম্বর। সেখানে সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ে শুরু হবে ১৯ সেপ্টেম্বর। কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর।  

এ সম্পর্কিত আরও খবর