সাকিব-মুশফিক ম্যাচ শেষ করুক, চাইছিল বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-03 21:54:05

পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজটাই অবিস্মরণীয়। সিরিজটার শেষ দৃশ্যটা হয়ে রইল আরও বেশি আইকনিক। বাংলাদেশ ক্রিকেটের মহীরুহ সাকিব আল হাসান নিলেন উইনিং শটটা, ওপাশ থেকে তাকে এসে জড়িয়ে ধরলেন আরেক মহীরুহ মুশফিকুর রহিম। 

এমন আইকনিক ফিনিশ ড্রেসিং রুমের সবাই চাইছিলেন। আর সে কারণেই সবার চাওয়া ছিল সাকিব মুশফিক যেন ম্যাচটা শেষ করে আসেন। সংবাদ সম্মেলনে সেটা ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

তার কথা, ‘মুশফিক ভাই আর সাকিব ভাই যখন ব্যাট করছিলেন, তখন আমরা চাইছিলাম এ দুজনই যেন খেলাটা শেষ করে। এত ম্যাচ ধরে তারা বাংলাদেশের ক্রিকেটে খেলছেন, কত ম্যাচ জিতিয়েছেন, কিন্তু এ ধরনের ম্যাচ জেতা খুবই স্পেশাল। তাই আমরা সবাই চাচ্ছিলাম, তারা যেন শেষ করে আসেন। এবং আমরা সবাই খুব খুশি।’

এমন সাফল্যের পেছনে আছে দলের সবার এই সিরিজকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করার বিষয়টা। সেটাই কাজে দিয়েছে, বিশ্বাস অধিনায়ক শান্তর। তিনি বলেন, ‘আমাদের দেশে আমাদের খেলোয়াড়রা যেভাবে সিরিজটাকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করেছে, সেটা গুরুত্বপূর্ণ ছিল। সে সময় প্রত্যেকটা খেলোয়াড় বিশ্বাস করেছে তাদের আমরা হারাতে পারব। সিরিজের শুরুতে আমি বলেছিলাম আগের যে রেকর্ড আছে, সেটা ভাঙা যেতে পারে। তো আমি জানতাম কীভাবে খেলোয়াড়রা নিজেদের খুব ভালোভাবে প্রস্তুত করেছে, সে কারণে আমি বলেছিলাম কথাটা। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

দ্বিতীয় ম্যাচে ২৬ রানে ৬ উইকেট খুইয়ে খাদের কিনারেই পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকেও ম্যাচে ফিরে আসা… বিষয়টার পেছনে কারণ হিসেবে কাজ করেছে ওই বিশ্বাসই। শান্ত বলেন, ‘বিশ্বাসটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা খেলোয়াড় বিশ্বাস করে যে আমরা যে কোনো মুহূর্তে ম্যাচে ফিরে আসতে পারি। আপনি জানেন মিরাজ আসে ৮ নম্বরে। যে ব্যাটিং গভীরতা আমাদের আছে, আমরা বিশ্বাস করি যে কেউ সেট হলে বড় রান করতে পারবে। এই বিশ্বাসটা গুরুত্বপূর্ণ যে, যে কোনো পরিস্থিতি থেকে আমরা ফিরে আসতে পারি ম্যাচে।’

এ সম্পর্কিত আরও খবর