বাংলাদেশই এখন পর্যন্ত এগিয়ে আছে, বললেন পাকিস্তানের কোচ

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-09-03 10:51:45

ইতিহাস গড়ে রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচ হারের তীব্র সম্ভাবনাও নাড়া দিচ্ছে পাকিস্তানকে। কারণ আজ পঞ্চম দিনের পুরো সময়ই আছে টাইগারদের কাছে, জয়ের জন্য প্রয়োজন ১৪৩ রান হাতে আছে সবকটি উইকেটও। যদি বৃষ্টি বাঁধা দেওয়ার সম্ভাবনা আছে আজ।

নতুন দায়িত্ব নিয়েই লজ্জার মুখে পড়তে হচ্ছে পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পিকে। গতকাল চতুর্থ দিনের খেলা শেষে এই কোচ জানিয়েছেন নিজেদের পিছিয়ে থাকার কথা। এমনকি বাংলাদেশের খেলার প্রশংসাও করেছেন তিনি।

‘বলতে দ্বিধা নেই, এ মুহূর্তে বাংলাদেশই এগিয়ে। বাংলাদেশ ভালো খেলেছে, এটা বলতেই হবে।’- এমনটাই বলেছেন গিলেস্পি।

তবে কন্ডিশনকে দোষ দিতে চান না এই কোচ, ‘কন্ডিশন নিয়ে আমি খুশি, কোনো আপত্তি নেই। আমাদের পরিকল্পনা হয়ত কাজে আসেনি। আমরা যতটা ভালোভাবে বল করতে পারতাম, তা করতে পারিনি। প্রতিপক্ষ শক্তিশালী। বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই। তবে আমাদের বোলাররা আরও ভালো করতে পারত।’

নিজেদের ভুলটা অকপটে স্বীকার করে নিয়েছে বাবর-রিজওয়ানদের কোচ, ‘আগের ম্যাচের পারফরম্যান্স প্রতিফলন করে আমরা এই ম্যাচে দল সাজিয়েছি। প্রথম ইনিংসে একটা সময় আমরা বাংলাদেশকে চেপে ধরেছিলাম। উইকেট বোধহয় একটু ডাউন ছিল। এসব ক্ষেত্রে আপনি উইকেটের খোঁজে থাকলে হবে না, এটা একটা ট্র্যাপ। আমরা সেই ভুলটাই করেছি।'

এ সম্পর্কিত আরও খবর