কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড যাচ্ছেন সাকিব!

ক্রিকেট, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-08-27 21:16:11

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই ইংল্যান্ডে উড়াল দিচ্ছেন সাকিব আল হাসান। জানা গেছে, তিনি খেলবেন কাউন্টি ক্রিকেটে। ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে একটি চারদিনের ম্যাচ খেলবেন এই অলরাউন্ডার।

এছাড়াও এও জানা গেছে যে, বিসিবি থেকে আগামী ৫- ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এনওসি পেয়েছেন সাকিব। বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট পাঁচ দিনে গড়ালে সিরিজ শেষ হবে ৩ সেপ্টেম্বর।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সমারটেসের বিপক্ষে ম্যাচ আছে সারের। সাকিবের এনওসির মেয়াদ শেষ হবে ১৪ তারিখ।

এরপর ইংল্যান্ড থেকে সরাসরি ভারত উড়াল দেবেন সাকিব। কারণ ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইতে শুরু হবে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট। অর্থাৎ সাকিবকে এখনই দেশে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

এর আগে ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্টি খেলার গৌরব অর্জন করেছিলেন সাকিব। উস্টারশায়ারের হয়ে সেবার খেলেছিলেন আটটা প্রথম শ্রেণির ম্যাচ৷ সবশেষ ২০১৩ সালে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলেছিলেন লেস্টাশায়ারের হয়ে।

এ সম্পর্কিত আরও খবর