‘ওয়াইল্ড কার্ড’ সামিউল কি পারবেন চমক দেখাতে? 

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-30 12:33:57

থাইল্যান্ডে কেবল পাঁচ মাস প্রশিক্ষণেই টাইমিংয়ে দারুণ উন্নতি করেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। এতেই সাঁতারের বিশ্ব সংস্থা ফিনার নজর কেড়ে প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পান ১৯ বছর বয়সী এই সাঁতারু। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের আসরে নিজেকের প্রমাণের জন্য আজ (মঙ্গলবার) পুলে নামছেন সামিউল। 

লা ডিফেন্স অ্যারেনায় ১০০ মিটার ফ্রি-স্টাইলের বাছাইয়ে নামবেন সামিউল। ইভেন্টটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ২০ মিনিটে। 

প্যারিস অলিম্পিকে ইতিমধ্যেই অংশ নিয়েছেন শুটার রবিউল ইসলাম ও আর্চার সাগর ইসলাম। সেখানে সাগর সেরা ৩২-এর লড়াইয়ের জন্য উত্তীর্ণ হন কার্যত সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুবাদেই। তবে শুটার রবিউল বাদ পড়েছেন বাছাইপর্ব থেকেই। 

এদিকে একই ভেন্যুতে ভেন্যুতে মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে অংশ নেবেন দেশের আরেক তারকা সাঁতারু সোনিয়া খাতুন। আগামী ৩ আগস্ট মেয়েদের সেই ইভেন্টটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। 

এ সম্পর্কিত আরও খবর