বরখাস্ত হলেন অলিম্পিকের ধারাভাষ্যকার

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-29 18:25:16

অলিম্পিকে অংশ নেওয়া নারী অ্যাথলেটসদের কোনো প্রকার আবেদনমী ছবি তোলা যাবে না। এমনটাই নির্দেশনা জারি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ঠিক তার পরদিন নারী সাঁতারুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এক ধারাভাষ্যকার। যার শাস্তিও তিনি পেয়েছেন কিছু সময় পরই।

আজ (সোমবার) সাঁতারের যৌথ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন অস্ট্রেলিয়ার নারী সাঁতারুরা। ১০০ মিটারের ফ্রি স্টাইল রিলে পদক জেতেন মলি ও’ক্লাঘান, ইমা ম্যাককনি, মেগ হ্যারিস ও শায়না জ্যাক।

১৯৮০ সাল থেকে অলিম্পিকে ধারাভাষ্যকার হিসেবে কাজ করে আসছেন বব ব্যালার্ড। সোমবার সাঁতার ইভেন্ট শেষে বব বলেছিলেন, ‘যাক মেয়েরা সাঁতারটা শেষ করতে পেরেছে। তারা তো এখানে-সেখানে শুধু ঘুরঘুর করবে আর মেকআপ করায় ব্যস্ত থাকবে।’

ববের এমন মন্তব্যের পরই তার সহকর্মী ধারাভাষ্যকার ও পদকজয়ী সাবেক ব্রিটিশ নারী সাঁতারু লিজি সাইমন্ডস বলেন, ‘ভীষণ আপত্তিকর।’

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনার শিকার হন বব ব্যালার্ড। শেষ পর্যন্ত অনুপযুক্ত শব্দ চয়নের জন্য তাকে অব্যাহতি দেওয়া হয়। সংবাদ মাধ্যম ইউরো স্পোর্টস তাকে বরখাস্ত করে।

এ সম্পর্কিত আরও খবর