‘এই অভিজ্ঞতা সেমিফাইনালে কাজে লাগবে’

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-05-31 21:41:21

আগের তিন আসরে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। টানা চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দাপুটে পারফরম্যান্সে সবার আগে বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে পা রেখেছে স্বাগতিকরা।

শুক্রবার (৩১ মে) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ সেরা হিসেবেই প্রথম পর্ব শেষ করল লাল-সবুজের দল। এ জয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মিজানুর রহমান।

ম্যাচ শেষে স্বাগতিক দলের আবদুল জলিল বলেন, নেপালের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতেছে ছেলেরা। এটা আমাদের জন্য ভালই হয়েছে । ছেলেদের ভুলগুলো ধরা পড়েছে। এ ম্যাচের অভিজ্ঞতা সেমিফাইনালে কাজে লাগবে। তিনি বলেন, শেষ চারে আমাদের প্রতিপক্ষ সম্ভবত থাইল্যান্ড। তারাও ভাল দল। আশাকরি তাদের বিপক্ষে সেরাটা দিয়ে জিতবে বাংলাদেশই। 

নেপালের বিপক্ষে অসাধারণ নৈপুন্য প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মিজানুর রহমান। ম্যাচ শেষে তিনি বলেন, শুরুতে একটু চাপে ছিলাম। তবে দ্রুত তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি এবং শেষ পর্যন্ত আমরাই জিতেছি। আশাকরি জয়ের এই ধারা অব্যাহত রেখে শিরোপা জিততে পারব।

এ সম্পর্কিত আরও খবর