শান্তদের নজর এবার হোয়াইটওয়াশে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-05-10 12:55:45

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা চট্টগ্রামেই নিশ্চিত করে ঢাকায় ফিরেছে শান্ত-হৃদয়রা। শুরুর তিন ম্যাচের তিনটিতেই জিতে ব্যবধানটা এখন ৩-০। এতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে স্বাগতিকদের লক্ষ্য এবার হোয়াইটওয়াশে, দেশের প্রেক্ষাপটে যেটিকে অনেক বাংলাওয়াশ নামেই চেনে। 

সিরিজের বাকি দুই ম্যাচ ঢাকায়, মিরপুরের হোম অব ক্রিকেটে। যেখানে সিরিজের চতুর্থ ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। 

এদিকে সিরিজের শেষ দুই ম্যাচের দলে ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। এতে জায়গা হারিয়েছেন সিরিজে কোনো ম্যাচ না খেলা পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন, শেষ দুই ম্যাচে বিশ্রাম পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। 

সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছেন বাংলাদেশ। পরের তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় স্বাগতিকরা। সেখানে আরও একবার জিম্বাবুয়ের টপ-অর্ডারদের ব্যর্থতার দিনে টেল-অ্যান্ডাররা দেখান দৃঢ়তা। এতে একসময় হারের শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত ৯ রানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজটা নিজেদের করেন নেয় নাজমুল হোসেন শান্তর দল। 

দলে পরিবর্তন আসার এদিন একাদশে একাধিক পরিবর্তনের রয়েছে সম্ভাবনা। আগের তিন ম্যাচে ছন্দহীন ব্যাটিংয়ে জায়গা হারাতে পারেন লিটন দাস, তার পরিবর্তে একাদশে দেখা মিলতে পারে সৌম্য সরকারের। এদিকে সাকিবসহ মুস্তাফিজকেও দেখা যেতে পারে একাদশে। এতে জায়গা হারাতে পারেন তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব। 

চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান। 

এ সম্পর্কিত আরও খবর