স্টার্লিংকে অধিনায়ক করে আয়ারল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-05-08 13:59:13

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একে একে নিজেদের দল ঘোষণা করছে দেশগুলো। সেই তালিকায় এবার যুক্ত হলো আয়ারল্যান্ড। মঙ্গলবার রাতে আইসিসি থেকে ১৫ সদস্যের আয়ারল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষিত হয়েছে। একইসঙ্গে ক্রিকেট আয়ারল্যান্ড প্রকাশ করেছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এবং স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের দলও।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই মূলত এই সিরিজগুলো খেলবে আয়ারল্যান্ড। যেখানে পল স্টার্লিংকে দলের নেতৃত্ব দিতে দেখা যাবে। এছাড়াও দলে জায়গা পেয়েছেন একের অধিক তরুণ-প্রতিভাবান ক্রিকেটার। বিশ্বকাপের আন্ডারডগ হিসেবে শুরুতেই আসে আয়ারল্যান্ডের নাম। নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে সবাইকে অবাক করে দেওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে আয়ারল্যান্ড।

আগামী ১০, ১২ ও ১৪ মে পাকিস্তানের সঙ্গে নিজেদের মাঠেই টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ঠিক তার পরেই স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ, সেই ম্যাচগুলো হবে ১৮-২৪ মে।

উল্লেখ্য যে, এই দুটি সিরিজ এবং বিশ্বকাপের জন্য ঘোষিত আয়ারল্যান্ড দলে মোট ১৪ জন ক্রিকেটারই আছে যারা প্রত্যেকটি স্কোয়াডেই জায়গা করে নিয়েছেন।

পাকিস্তান ও ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড দলঃ পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডঃ পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জোশ লিটল, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়াং।

এ সম্পর্কিত আরও খবর