ডে ম্যাচে শিশির থাকবে না, তাই আশাবাদী সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-16 18:54:14

চট্টগ্রামে দুই ওয়ানডেতেই সন্ধ্যার পর চলেছে শিশিরের রাজত্ব। প্রথম ম্যাচে যার কারণে লঙ্কানদের ভুগতে হয়েছে আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে। দুই দলের বোলারদেরই সন্ধ্যার পর বোলিং করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচটি দিনে দিনেই শেষ হবে। তাই এই ম্যাচে বোলাররা পার্থক্য গড়ে দিতে পারবে বলে আশাবাদী পেসার তানজিম হাসান সাকিব।

তৃতীয় ম্যাচের আগে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তানজিম সাকিব শিশিরের বিষয়টি সামনে এনে বলেন, ‘শিশিরের কারণে বল স্লিপ করে। যেহেতু তৃতীয় ওয়ানডে ডে ম্যাচ, তাই এই ম্যাচে বোলাররা তাদের শতভাগ দিতে পারবে। ভালো জায়গায় বল করতে পারলে পিচের সহায়তাও পাওয়া যাবে।’

ঘরের মাঠে সবশেষ দুই ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারের মুখ দেখেছে। একটা সময় ওয়ানডে ফরম্যাটে ঘরের মাঠকে প্রায় দুর্গে পরিণত করেছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে সেই গর্ব খর্ব হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজ জিতে আবারও ঘরের মাঠে ওয়ানডেতে নিজেদের হারানো প্রাচুর্য ফিরিয়ে আনতে মরিয়া বাংলাদেশ দল।

তরুণ পেসার তানজিম সাকিবও সিরিজ জিততে নিজেদের সেরাটা দেয়ার কথা জানিয়ে রাখলেন, ‘আমরা জেতার জন্য মাঠে নামব। এই সিরিজ যেন আমরা জিততে পারি, সেটাই আমাদের চাওয়া। গত ম্যাচে (দ্বিতীয় ওয়ানডে) সুযোগটা আমরা লুফে নিতে পারিনি। শেষ ম্যাচে আমাদের সর্বোচ্চটা নিয়ে জয়লাভের চেষ্টা করব।’

প্রথম ওয়ানডেতে বল হাতে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন তানজিম সাকিব। লঙ্কান টপ অর্ডারের তিন ব্যাটারকে তুলে নিয়েছিলেন এই পেসার। দ্বিতীয় ওয়ানডেতে দলকে বড় সংগ্রহ এনে দিতে ব্যাট হাতে অবদান রাখার চেষ্টা করেছেন। তাওহিদ হৃদয় যখন ইনিংসের শেষ দিকে মেরেকেটে খেলছিলেন, তখন অন্যপ্রান্ত থেকে তাকে সহায়তা করেছিলেন সাকিব। তার ব্যাটে ১৮ রান আসলেও হৃদয়ের সঙ্গে ৪৭ রানের জুটিতে ২৮০ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।

দলের প্রয়োজনে ব্যাট, বল বা ফিল্ডিং-সব মাধ্যমেই অবদান রাখতে তৈরি সাকিব, ‘আমি যখন দলের জন্য খেলি, আমি চেষ্টা করি তিন বিভাগেই যেন দলকে সাপোর্ট দিতে পারি।’

উল্লেখ্য, ১৮ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

এ সম্পর্কিত আরও খবর