চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ‘অংশগ্রহণের নিশ্চয়তা’ চায় পিসিবি 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-11 15:41:35

ভারত-পাকিস্তান। তর্ক সাপেক্ষে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ। সময় গড়িয়ে মাঠের খেলায় উত্তেজনা সেই আগের মতোই থাকলেও কমেছে খেলোয়াড়দের মধ্যে দূরত্ব। হরহামেশাই লক্ষ্য করা যায় ম্যাচের আগে বা পরে দুই দলের ক্রিকেটারদের মধ্যে আলাপচারিতার। 

তবে এক জায়গায় এখনো যেন আছে সেই পুরনো দূরত্ব। এক দেশ আরেক দেশে খেলা নিয়ে। তবে বর্তমানে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে অনেক একপাক্ষিক। পাকিস্তানে খেলতে যেতে ভারতের অনীহা। ২০২৩ বিশ্বকাপে ভারতে অংশ নেয় পাকিস্তান। তবে এর আগে এশিয়া কাপে আয়োজক দেশ পাকিস্তান হওয়ায় সেখানে খেলতে অনীহা প্রকাশ করে ভারত। এবং শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের সব ম্যাচ গড়ায় শ্রীলঙ্কায়।

অবশ্য এশিয়ান কাপ হয়ে থাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে। তবে বিশ্বকাপের তত্ত্বাবধায়নে থাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি। তবে এখন পর্যন্ত আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত অংশ নিতে পাকিস্তানে উড়ে যাবে কি না তা নিয়ে এখনো শঙ্কায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের সেই ঘটনার প্রেক্ষিতেই এমন শঙ্কায় পিসিবি। এতেই টুর্নামেন্টের বছর খানেক আগে থেকেই সতর্ক দেশটির ক্রিকেট বোর্ড। 

ভারতের টুর্নামেন্টটিতে অংশ নেওয়া নিয়ে আগেভাগেই এমন নিশ্চয়তা চাওয়ার কথা জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। 

আগামী সপ্তাহে আইসিসির কার্যনির্বাহী কমিটির বৈঠক বসবে দুবাইয়ে। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা তুলবেন নাকভি। ভারতের অংশগ্রহণের বিষয়ে এখনো নিশ্চিত না হওয়ায় মূলত এমন কিছু আলাপ করার কথা জানান পিসিবি চেয়ারম্যান।

এ সম্পর্কিত আরও খবর