চাপে থেকে তৃতীয় দিন শেষ করল অস্ট্রেলিয়া

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-10 13:30:17

হাতে আছে আরও দুইদিন, রান দরকার ২০২। তবে উইকেট হারিয়ে ফেলেছে ৪টি। তাই বলা চলে কিছুটা চাপে পড়েই ক্রাইসচার্চ টেস্টের তৃতীয় দিনটি শেষ করল সফরকারী অস্ট্রেলিয়া।

২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেতে হয়েছে অজিদের। ম্যাট হেনরির ওভারে সাজঘরে ফেরত যান দুই ওপেনার স্টিভেন স্মিথ ও উসমান খাজা। কেউই রানের খাতা এদিন বড় করতে পারেননি।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে পরবর্তী আঘাত হানেন বেন সিয়ার্স। তুলে নেন আগের ইনিংসে দুর্দান্ত খেলা মারনাস লাবুশেন ও ক্যামেরুন গ্রিনের গুরুত্বপূর্ণ দুটি উইকেট। চাপ সামলে উঠে উইকেটের দুই প্রান্ত সামাল দিতে থাকেন ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ। তাদের রান যথাক্রমে ১৭ ও ২৭, দিন শেষে দুইজনই আছেন অপরাজিত।

অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ ৭৭ রান। কিন্তু টপ অর্ডারের ৪ জন ব্যাটার সাজঘরে ফেরত যাওয়ায় কিছুটা চাপে আছে অজিরা। ক্রাইস্টচার্চ টেস্টের এখনও বাকি আছে দুইদিন। স্বাগতিকদের প্রয়োজন আর ৬টি উইকেট। তাহলেই সিরিজে সমতা আনতে পারবে টিম সাউদির দল।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

নিউজিল্যান্ডঃ ১৬২ ও ৩৭২ (লাথাম ৭৩, রাচিন ৮২; কামিন্স ৪/৬২, লিয়ন ৩/৪৯)।

অস্ট্রেলিয়া: ২৫৬ ও ৭৭/৪ (২৪ ওভার), (হেড ১৭*, মার্শ ২৭*;হেনরি ২/৩৭, সিয়ার্স ২/২২)।

এ সম্পর্কিত আরও খবর