দ্বিতীয় টেস্টে অভিষেক বশিরের, ফিরলেন অ্যান্ডারসন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-01 15:59:25

 

বিশাখাপত্তনমে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্ট দিয়েই অভিষেক হতে যাচ্ছে সিরিজের আগে ভিসা জটিলতায় পড়া পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ স্পিনার শোয়েব বশির। এ ম্যাচে ইংলিশদের দলে থাকছেন তিন স্পিনার। বশির ছাড়া বাকি দুইজন আগের ম্যাচের জয়ের নায়ক টম হার্টলি এবং লেগ স্পিনার রেহান আহমেদ। 

হায়দরাবাদ টেস্টে স্পিন উইকেটে ভারতকে ছাপিয়ে রাজত্ব করে সফরকারীরা। সেই ম্যাচে ২৮ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বেন স্টোকসের দল। সেই ম্যাচের পরেই ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম হুঙ্কার দিয়েছিলেন, এমন স্পিন পিচ থাকলে প্রয়োজনে দলের সব স্পিনার খেলাতেও দ্বিধা করবেন না তিনি। তবে চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন জ্যাক লিচ। সেখানেই জায়গা মিলেছে বশিরের। 

এদিকে মার্ক উডে বদলে আসন্ন দ্বিতীয় টেস্টে ফিরছেন ইংলিশদের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। একাদশের বাকি সবাই থাকছেন আগের ম্যাচ থেকেই। 

নিজের ১৮৪তম টেস্টে ২০ বছরের তরুণকে নিয়ে বোলিং আক্রমণে নামবেন অ্যান্ডারসন। আন্তর্জাতিক জার্সি গায়ের অপেক্ষায় থাকা বশির প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন কেবল তিন ম্যাচ। এতেই কেড়েছেন নজর, জায়গা মিলেছে দলে। এবার নামছেন বল হাতে। 

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড একাদশ: 

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন। 

এ সম্পর্কিত আরও খবর