বাংলাদেশকে নেপালের ১৭০ রানের চ্যালেঞ্জ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-31 18:09:34

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে নেপালকে হাত খুলে ব্যাট করতে দেয়নি বাংলাদেশ। ৪৯.৫ ওভারে ১৬৯ রানেই হিমালয়ের দেশকে বেঁধে ফেলেছে বাংলাদেশের যুবারা। সুপার সিক্স পর্বে প্রথম জয় তুলে নিতে বাংলাদেশের এখন চাই ১৭০ রান।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টস জিতে আগে ব্যাট করা নেপালকে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ২৯ রানের মধ্যেই প্রথম তিন ব্যাটারকে হারিয়ে বসে তারা।

চতুর্থ উইকেটে বিশাল বিক্রম কেসিকে নিয়ে ৬২ রানের জুটি গড়ে সে কঠিন পরিস্থিতি সামাল দেন অধিনায়ক দেব খানাল। তবে ব্যক্তিগত ৩৫ রানে জিসান আলমের বলে বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির তালুবন্দি দেব ফিরলে আবার বিপদে পড়ে নেপাল।

এরপরের গল্পটা শুধু নেপালি ব্যাটারদের আসা-যাওয়ার। এর মধ্যে ১০০ বলে দলীয় সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন বিশাল বিক্রম।

বাংলাদেশের পক্ষে ১৯ রান খরচায় ৪ উইকেট নেন রোহানাহ দৌলাহ বর্ষণ। ৩ উইকেট যায় শেখ পারভেজ জীবনের ঝুলিতে।

এ সম্পর্কিত আরও খবর