ভারতকে হোয়াইটওয়াশের হুমকি ইংলিশ স্পিনারের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-30 19:05:10

হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর এক অনন্য নজির তৈরি করেছে সফরকারী ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থাকার পরও জয় তুলেছে ২৮ রানে। পাঁচ ম্যাচের সিরিজে লিড নিয়েছে ১-০তে। যাকে বলা হচ্ছে বেন স্টোকসের দায়িত্বে অন্যতম সেরা জয়। এই টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থ অলি পোপ দ্বিতীয় ইনিংসে করেছেন ১৯৬ রান। যার ওপর ভর করে ভারতের ১৯০ রান টপকে তাদের ২৩১ রানের টার্গেট দেয় ইংল্যান্ড।

পরে বল হাতে বাজিমাত করেন প্রথম ইনিংসের সবচেয়ে খরুচে বোলার টম হার্টলি। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ভারতের ৭ উইকেট শিকার করে ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা রাখেন। টেস্টে ঘুরে দাঁড়িয়ে এমন জয়কে বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেছেন দলটির সাবেক স্পিনার মন্টি পানেসার। সেই সঙ্গে এভাবে চললে যে ভারতকে তাদের মাটিতে ৫-০তেও হারানো সম্ভব সেটাও জানান তিনি।

ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার বলেন, ‘বিদেশে ইংল্যান্ডের সবচেয়ে ভালো জয়গুলোর মধ্যে এটি একটি। ইংল্যান্ডের জন্য এটি একটি বড় খবর। মনে হচ্ছে আমরা বিশ্বকাপ জিতেছি।’

ভারতের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জেতা ইংল্যান্ড দলের অংশ হওয়া পানেসারের দাবি, এই টেস্টে দলটির ক্রিকেটারদের শারীরিক ভাষায় একটি উল্লেখযোগ্য পার্থক্য চোখে পড়েছে তার। বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ড এমন একটি দল যারা ভারতের কাছ থেকে শিখছে। তারা ভারতকে দেখেছে, তাদের বোলাররা কীভাবে বল করেছে, কীভাবে ব্যাট করেছে এবং তাদের শারীরিক ভাষা। তারা বুঝতে পেরেছে ভারতীয় দলের দুর্বলতা এবং বুঝতে পেরেছে তারা চাইলে ভারতকে হারাতে পারে।’

এভাবে খেলতে থাকলে যে ভারতকে হোয়াইটওয়াশ করাও সম্ভব সেটিও মনে করিয়ে দিয়েছেন পানেসার, ‘এই ইংল্যান্ড দলের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। তারা ভারতকে দেখবে এবং তাদের কাছ থেকে শিখবে। তাদের পরাজিত করবে। তারা নির্ভয়ে খেলছে। অলি পোপ এবং টম হার্টলি যদি এইভাবে খেলতে থাকে তবে হোয়াইটওয়াশ হবে। ইংল্যান্ডের জন্য এটি ৫-০ হবে। এটি ঘটতে পারে যদি অলি পোপ এবং টম হার্টলি এভাবে খেলে তবেই।’

এ সম্পর্কিত আরও খবর