হায়দরাবাদ টেস্ট হেরে বাংলাদেশের পেছনে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-29 09:46:56

 

প্রথম ইনিংস শেষে ১৯০ রানে এগিয়ে ছিল ভারত। এমন শক্ত অবস্থানে থেকেও শেষ পর্যন্ত ঘরের মাটিতে সিরিজের প্রথম টেস্টে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। ইংল্যান্ডের বাজবলে হাল্কা ভাবে নিয়ে যেন বাজবলেই উড়ে গেল স্বাগতিকরা। 

এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন ধাপ নিচে নেমে গেছে ভারত। এতে তারা চলে গেছে বাংলাদেশের নিচে। হায়দরাবাদ টেস্ট শুরুর আগে তালিকার দুইয়ে ছিল ভারত। তবে বর্তমানে তাদের অবস্থানে পাঁচে। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এ নিয়ে পাঁচটি টেস্ট খেলেছে ভারত। সেখানে দলটি পেয়েছে ২টি জয়, ২টি হার ও একটি ড্রয়ের মুখ। এতে ২৬ পয়েন্ট এবং জয়ের শতকরা হার ৪৩.৩৩ নিয়ে তালিকার পাঁচে ভারত।

চারে আছে বাংলাদেশ। দুই টেস্ট ম্যাচের একটিতে জয় ও একটিতে হারে বাংলাদেশের পয়েন্ট কেবল ১২। তবে জয়ের শতকরা হার ৫০ নিয়ে উপরের দিকেই আছে শান্ত-মুশফিকরা।

এদিকে তালিকার দুই ও তিনে থাকা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার শতকার হারও ৫০। এবং ভারতের হারে দিনে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেও তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি ১০টি টেস্ট খেলে অজিদের জয়ের শতকরা হার ৫৫। 

এ সম্পর্কিত আরও খবর