রিজওয়ানের ব্যাটে সিডনিতে চাপ সামলে ওঠার আশায় পাকিস্তান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-03 09:53:22

বোলাররা মন্দের ভালো সময় কাটলেও অজিদের বিপক্ষে মূলত ব্যাটিংয়েই হেরেছে পাকিস্তান। সিরিজেই আগের দুই টেস্টে পাকিস্তানের কোনো ব্যাটার দেখায় পায়নি সেঞ্চুরির। এমনকি চার ইনিংস মিলিয়ে দলটির মোট ফিফটির সংখ্যা পাঁচ। এতে ইতিমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ হারের পর তৃতীয় টেস্টটি শান মাসুদের দলের জন্য ছিল মান বাঁচানোর। তবে সেই সিডনি টেস্টের শুরুটাও হলো ব্যাটিং বিপর্যয় দিয়েই। শুরুর ৪৭ রান যোগ করতেই ফেরেন টপ-অর্ডারের চার ব্যাটার। তবে সেখানে চাপ সামলে থিতু হন রিজওয়ান। তার ব্যাটে চড়ে মান বাঁচানোর সংগ্রহের পথে এগোচ্ছে সফরকারীরা।

সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৪ ওভার শেষে ৫ উইকেটে ১৮০ রান তুলেছে পাকিস্তান।

ব্যাট করতে নেমে দিনের দ্বিতীয় বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ওপেনার আব্দুল্লাহ শফিক। এই টেস্টে ইমাম-উল-হকের পরিবর্তে একাদশে ফেরে সাইম আইয়ুব। তবে শফিকের পর তাকেও ফিরতে হ খালি হাতেই। দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউডের বলে সাজঘরের রাস্তা মাপেন এই বাঁহাতি ব্যাটার। সেই চাপ কিছুটা সামলে উঠার ইঙ্গিত দেয় বাবর-মাসুদ জুটি। তবে তা টিকেনি বেশিক্ষণ। দলীয় ৩৯ রানের মাথায় অজি অধিনায়কের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন বাবর (২৬)। খানিক বাদে সৌদ শাকিলের (৫) উইকেটও তুলে নেন কামিন্স। স্রেফ ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বেশ বিধ্বস্ত অবস্থার জানান দেয় সফরকারীরা।

এবার উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে থিতু হওয়ার পথে এগোন মাসুদ। তবে জুটির ফিফটি পেরনোর ঠিক আগে ফেরেন মাসুদ (৩৫)। তবে থিতু হন রিজওয়ান। ওয়ানডে মেজাজে ব্যাট করে এগোচ্ছেন সেঞ্চুরির পথে। অপরাজিত আছেন ৮৩ রানে। ওপর প্রান্তে ৩০ রানে ব্যাট করছেন সালমান আগা।

এ সম্পর্কিত আরও খবর