‘সাহসী’ খাজার প্রশংসায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2024-01-02 17:00:52

অজি ক্রিকেটার উসমান খাজাকে নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনা হয়ে আসছে। কারণ তিনি বিশ্বজুড়ে যুদ্ধ এবং অশান্তির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। আইসিসিও তাকে সতর্কবার্তা দিয়েছে, তার ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলেও জানানো হয়েছে।

তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে যুদ্ধের শিকার এবং ক্ষতিগ্রস্থদের প্রতি সংহতি জানানোয় উসমান খাজার সাহসিকতার প্রশংসা করেছেন। আইসিসির সতর্কবার্তার পরও খাজা তার জুতা কিংবা ব্যাটে যুদ্ধবিরোধী প্রতীক যুক্ত যুদ্ধের বিরুদ্ধে যে প্রতিবাদটি করেছেন সেটি প্রশংসনীয়।

আলবানিজ বলেছেন, ‘মানবিক মূল্যবোধের পক্ষে দাঁড়ানোর জন্য খাজা যে সাহস দেখিয়েছেন, তার জন্য দল তাকে সমর্থন করছে। তার জন্য আমিও তাকে অভিনন্দন জানাতে চাই।‘

এছাড়াও তিনি ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট ম্যাচটি নিয়েও বেশ আগ্রহী। এ সম্পর্কে আলবানিজ জানান, ‘যখন উসি (উসমান খাজা) এবং ডেভ (ডেভিড ওয়ার্নার) শেষবারের মতো ওপেনিং জুটি হিসেবে নামবেন, এটি একটি খুব বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।‘

এ সম্পর্কিত আরও খবর