বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-01 13:32:56

কিছুদিন আগে ভারতের মাটিতে ব্যর্থ এক বিশ্বকাপ সফর শেষ করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া দলটি ফেরত এসেছে একরাশ হতাশা নিয়ে। তবে গেল বছর বাংলাদেশের যুবারা সমর্থকদের হতাশ করেনি। ভালো পারফরম্যান্স দেখিয়ে তুলে নিয়েছে এশিয়া কাপের প্রথম শিরোপা।

আগামী ১৯ জানুয়ারি ১৬টি দেশ নিয়ে এই আসরটি বসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে পাঁচ যুবাকে। এই দলটিই হবে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন সারথি।

ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের পাওয়া সবচেয়ে বড় অর্জন এই যুব বিশ্বকাপকে ঘিরেই। ১৯৮৮ সালে যুব বিশ্বকাপ শুরুর পর বাংলাদেশ এই টুর্নামেন্টে প্রমথ শিরোপার স্বাদ পায় ২০২০ সালে। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেবার ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ। এবারও দক্ষিণ আফ্রিকার মাটিতেই বসতে যাচ্ছে আসর। তাই আরেকবার শিরোপার ওপরই চোখ রাখছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ স্কোয়াড: আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), জিসান আলম, চৌধুরী মো. রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আসরাফুজ্জামান বর্ষণ, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন (সহ অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াাসি সিদ্দিকি, মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ ও একান্ত শেখ।

এ সম্পর্কিত আরও খবর