বর্ষসেরার তালিকায় বাংলাদেশের নাহিদা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-12-30 17:25:23

বাঁহাতি আনঅর্থোডক্স নাহিদার মুকুটে আরো একটি পালক। কিছুদিন আগেই প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে হয়েছিলেন আইসিসির মাসসেরা ক্রিকেটার। এবার জায়গা করে নিলেন ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায়। জায়গা করে নিয়েছেন বর্ষসেরা ওয়ানডে একাদশে।

চলতি বছর ওয়ানডেতে ১১ ইনিংসে নিয়েছেন ২০ উইকেট। গড় ১৬.৩। বল করেছেন ৪.০৮ ইকোনমিতে। বছর জুড়ে যে চারটা দলের বিপক্ষে মাঠে নেমেছে সবার বিপক্ষেই আছে ইনিংসে তিন উইকেট শিকার। সব মিলিয়ে বছর জুড়ে পাঁচ বার।

ভারতের বিপক্ষে জুলাইতে বাংলাদেশ ওয়ানডে জেতার পাশাপাশি সিরিজও ড্র করে। সেখানেও তিন ইনিংসে নিয়েছিলেন ছয় উইকেট। বল করেছিলেন ৩.৩৩ ইকোনমিতে। আর উইকেট নিয়েছিলেন ১৫ গড়ে। সেরা ৩৭ রানে তিন উইকেট।

প্রথম বারের মতো সাউথ আফ্রিকার মাটিতে তাদের ওয়ানডেতে হারানোর ম্যাচেও নিয়েছেন ৩৩ রানে তিন উইকেট। ভূমিকা রেখেছেন ১১৯ রানের বিশাল ব্যবধানে।

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে হয়েছিলেন সিরিজ সেরা। তিন ইনিংসে নিয়েছিলেন সাত উইকেট। বল করেছিলেন ৩.৪৩ ইকোনমিতে। আর উইকেট নিয়েছিলেন ১৪.১৪ গড়ে। সেরা ২৬ রানে তিন উইকেট। আরেকটা ম্যাচে নিয়েছিলেন ৩০ রানে তিন উইকেট।

কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানেও আছে নাহিদার ইনিংসে তিন উইকেট। দুই ইনিংসে চারটা। সেরা ২৪ রানে তিন উইকেট। যেটা ২০২৩ সালে তার সেরা বোলিং ফিগার।
ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে আছেন তেরোতে। সবমিলিয়ে স্বপ্নের মতো এক বছর পার করছেন বাঁ-হাতি এই আন-অর্থোডক্স। এবার এলেন ইএসপিএনের সেরা এগারোতে।

এ সম্পর্কিত আরও খবর