যে কারণে ঘরের মাঠেও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-12-25 19:00:30

বিশ্বকাপে দুর্দান্ত প্রতাপে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিলেও ভারতের কাছে খাবি খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। অলআউট হয়েছিল ১০০ রানের নিচে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সে লজ্জার প্রতিশোধ নেয়ার সুযোগ ছিল। কিন্তু সে আশাও গুঁড়েবালি হয়েছে! সেখানেও ব্যর্থতাই জুটেছে কপালে। ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে মাঠে নামার আগে দুশ্চিন্তা ঘিরে ধরেছে প্রোটিয়াদের। নিজেদের আঙিনাতেও স্বস্তিতে নেই তারা।

কেন? উত্তরটা প্রোটিয়া অধিনায়কের মুখেই শুনুন, ‘সত্যি বলতে, আমরা নিজেদের কন্ডিশনের সঙ্গে খুব বেশি পরিচিত, তাই সবাই ভাবছে আমরা এখানে নিজেদের তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো। কিন্তু আপনাকে এটা মানতে হবে যে ভারতীয় বোলিং খুব শক্তিশালী। তাদের দলে বিশ্বমানের বোলার রয়েছে। তাদের বিপক্ষে ঘরের মাঠে খেলাটাও সহজ হবে না।’

বাভুমা ভারতের নিয়ে চিন্তিত হলেও পরিসংখ্যান তাকে কিছুটা স্বস্তি দিচ্ছে। ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত।

কিন্তু বাভুমা অতীত সাফল্যগাঁথা নিয়ে পড়ে থাকতে নারাজ। তার ভাষায়, ‘ভারত সাম্প্রতিক সময়ে এত বেশি সাফল্য পেয়েছে, তার মূল কারণ তাদের বোলিং আক্রমণ। আর তাদের এই বোলিং আক্রমণের জন্য ঘরের মাঠে আমরা আলাদা করে এগিয়ে থাকব না, এমনকি আলাদা কোন সুবিধাও পাব না।’

এ সম্পর্কিত আরও খবর