বিশ্বকাপ হারের দুঃখ ভুলে সেঞ্চুরিয়ানে হাসতে চান দ্রাবিড়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-24 20:30:47

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হার; একটু বেশিই নাড়িয়ে দিয়েছিল ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে। সব ছেড়ে একরকম দূরেই সরে ছিলেন দ্রাবিড়। বিশ্বকাপের ফাইনালের পর অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দেখা যায়নি তাকে। দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন স্থায়ীভাবে। যদিও শেষ পর্যন্ত তাকে বুঝিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে পাঠায় বিসিসিআই। তার অধীনেই আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ান টেস্টে মাঠে নামবে ভারত। যেখানে সব ভুলে হাসতে চান এই কিংবদন্তি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে দ্রাবিড় অকপটে শিকার করে নিয়েছেন ফাইনালে হারের ক্ষত এখনও শুকায়নি তার, ‘হ্যাঁ, এটা আমাদের জন্য হতাশাজনক ছিল। তবে এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। এখন আমাদের সামনে নতুন সিরিজ। ক্রিকেটারেরাও সব পেরিয়ে এসেছে। ছোটবেলা থেকেই আমরা ভুল থেকে শিক্ষা নিতে শিখেছি। যেমন হতাশাজনক আউট হওয়ার পরও একটা ইনিংস হাতে থাকে। ক্রিকেটার হিসেবে কখনও অতীতের হতাশা বয়ে বেড়ানো উচিত নয়। হ্যাঁ, ছেলেরা হতাশ ছিল। কিন্তু সব পেরিয়ে এখন আমরা সামনের দিকে তাকাতে চাই।’

ক্রিকেটারদের কীভাবে অনুপ্রাণিত করছেন দ্রাবিড়; এমন প্রশ্নে তিনি বলেন, ‘কারোর মধ্যেই অনুপ্রেরণার অভাব দেখিনি। দক্ষিণ আফ্রিকায় এসে দেশের প্রতিনিধিত্ব করাটা অনেক বড় ব্যাপার। তাই অনুপ্রেরণার অভাব থাকার কথা নয়। তাছাড়া আমি এখানে কাউকে অনুপ্রাণিত করতেও আসিনি। আমি চাই দলের পরিবেশ ঠিক থাকুক। ওরা শারীরিক, মানসিক এবং কৌশলগত ভাবে ঠিক থাকুক। কোচ হিসেবে এটাই আমার কাজ।’

এ সম্পর্কিত আরও খবর