বিকেলে দেশে ফিরছেন চ্যাম্পিয়ন যুবারা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-18 12:33:59

 

এর আগে এশিয়া সেরার ট্রফি নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশের মেয়েরা। এবার একই পথে হাঁটল যুবারাও। বিজয়ের মাসে দেশকে অনন্য এক উপহার দিল শিবলি-আরিফুলরা। যুব এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই ট্রফি নিয়ে আজ (সোমবার) দেশে ফিরবে তারা। 

দুবাই থেকে রওনা হয়ে ফ্লাইট যোগে চট্টগ্রাম হয়ে আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে মাহফুজুর রহমান রাব্বির দল। দলের সঙ্গে ফিরবেন কোচিং প্যানেলের সকল সদস্যরাও। 

বিমান বন্দরে মারুফ-রাব্বিদের বরণ করে নিয়ে কোনো আনুষ্ঠানিকতার ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৯ আসরের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিলে যুবাদের। এবার তাদের হারিয়েই উঠলো ফাইনালে। সেখানে সংযুক্ত আরব আমিরাতকে একরকম পাত্তায় দেয়নি বাংলাদেশ। শিবলির সেঞ্চুরিতে ভর করে ২৮২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করা তারা। জবাবে ব্যাট করতে নেমে কেবল ৮৭ রানেই গুটিয়ে যায় প্রতিপক্ষ দল। ১৯৫ রানের জয় পায় বাংলাদেশ। 

 

এ সম্পর্কিত আরও খবর