হারিস রউফকে নিয়ে ওয়াহাবের ইউটার্ন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-10 21:38:00

পাকিস্তানের বর্তমান প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন প্রাক্তন পেস বোলার ওয়াহাব রিয়াজ। বর্তমান দলের আরেক গুরুত্বপূর্ণ বোলার হারিস রউফকে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে খেলতে না চাওয়ার জন্য সমালোচনা করেছিলেন, এখন বিগ ব্যাশ লিগে খেলার জন্য তাকে দেওয়া এনওসিকে সমর্থন করছেন তিনি।

গত মাসে অস্ট্রেলিয়া সিরিজের জন্য পাকিস্তানের টেস্ট দলে হারিস রউফকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু তিনি টেস্ট খেলতে অনাগ্রহ প্রকাশ করায় তার সমালোচনা করেন ওয়াহাব।

শনিবার সংবাদমাধ্যমকে ওয়াহাব বলেন যে, নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের আগে হারিস যাতে নিজের সেরা ফর্মে তা নিশ্চিত করতে পিসিবি এই এনওসি আয়োজন করেছে, ‘এখন থেকে নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত দেড় মাসের ব্যবধান রয়েছে যেখানে হারিস রউফ কোনোরকম ক্রিকেট খেলছেন না। বিগ ব্যাশের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তার চুক্তি মাত্র ৫টি ম্যাচের।‘

পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে বলেছে, ‘দেড় মাস কোনও ক্রিকেট হবে না এবং সে একজন ফাস্ট বোলার, তার ফর্ম বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা তাকে ৭ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছি।‘
ওয়াহাব রিয়াজ আরও বলেন, ‘এই বিশ্রাম তার বিগ ব্যাশ ম্যাচগুলো কভার করবে, যাতে সে নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের সাথে ভ্রমণ করতে পারে। তাকে এনওসি দেওয়ার পিছনে এটাই মূল কারণ।‘

পেসারকে নিয়ে ওয়াহাবের মন্তব্য তার দুরকম চিন্তাধারা বা মানসিকতার ইঙ্গিত দেয়। গত ২০ নভেম্বর সংবাদ সম্মেলনে হারিসের খেলতে না চাওয়ার বিষয়ে ওয়াহাব বলেছিলেন, ‘কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে আমরা মনে করি তার খেলতে না চাওয়া উচিত হয়নি। যদি সে পাকিস্তানের হয়ে খেলতে চায়, তাহলে একজন খেলোয়াড় হিসেবে তাকে ত্যাগ স্বীকার করতে এবং দলের হয়ে খেলতে সর্বদা প্রস্তুত থাকতে হবে।‘

এত কঠিন কথা বলা ওয়াহাবই এখন এসে যখন হারিসের এনওসি দিয়ে দিয়েছেন, তখন প্রধান নির্বাচক হিসেবে তাকেই উল্টো সমালোচনা হজম করতে হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর