বিপিএলে আসছে ‘দুর্দান্ত ঢাকা’

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-16 23:33:17

ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডাইনামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা, ঢাকা ডমিনেটর্স… বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৯ আসরে এ পর্যন্ত পাঁচটি ভিন্ন নামে খেলেছে ঢাকা। ১০ম আসরে এসে এ ফ্র্যাঞ্চাইজির নাম বদলে যাচ্ছে আবারও। আসছে আসরে এ ফ্র্যাঞ্চাইজি খেলবে ‘দুর্দান্ত ঢাকা’ নামে।

আজ এক বিবৃতিতে বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানেই জানা গেছে বিষয়টি। এদিকে এবারের বিপিএলের ড্রাফটের দিনক্ষণও ঘোষণা করেছে বোর্ড। আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

আগামী বিপিএলে অংশ নিতে যাওয়া সাত দলের বাকি ছয়টি অবশ্য অপরিবর্তিতই থাকছে। দলগুলো হলো– কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স।

আসছে বিপিএলের সূচি আগেই ঘোষণা করেছিল বিসিবি। সে সূচিতে বলা আছে, বিপিএলের দশম আসর শুরু হবে আগামী ৬ জানুয়ারি। যার পর্দা নামবে আগামী ১৭ ফেব্রুয়ারি। 

এ সম্পর্কিত আরও খবর