এশিয়া কাপটা অনেকটা আগেই শেষ হয়ে গেছে তার। নাসিম শাহর বিষয়ে তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছিল, এটা নেহায়েতই সতর্কতামূলক একটা পদক্ষেপ। তবে এখন পরিস্থিতিটা অতোটা হালকা নেই আর। তার মেডিক্যাল রিপোর্ট জানাচ্ছে, বিশ্বকাপ তো বটেই, চলতি বছর তার মাঠে নামা নিয়েও আছে শঙ্কা।
গত সোমবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বোলিংয়ের সময় ডান কাঁধের নিচে পেশিতে ব্যথা পান নাসিম। ফলে ওভার শেষ করার আগেই তাকে সাজঘরে পাঠিয়ে দেয় পাকিস্তান। সে ম্যাচে তিনি ব্যাট হাতেও মাঠে নামেননি আর।
এরপর পাকিস্তান কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্ন অবশ্য বলেছিলেন, তাকে নামানো হয়নি 'হালকা চোট যেন আরও বড় না হয়, সে ভাবনা থেকে।' এখন অবশ্য পরিস্থিতিটা ভিন্ন কিছুই বলছে। তার চোটের প্রথম মেডিক্যাল পরীক্ষার ফলাফল বলছে, তার চোটটা যত ছোট মনে করা হচ্ছিল, তত ছোটও নয়। বিশ্বকাপ, এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ তো আছেই, আগামী বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগেও খেলতে পারবেন না তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন তাকে আরও একবার মেডিক্যাল পরীক্ষার কথা ভাবছে। সেখানেও যদি একই ফলাফল আসে, তাহলে তাকে পাঠিয়ে দেওয়া হবে পুনর্বাসন প্রক্রিয়ায়। এমনটাই ভাবনা এখন পিসিবির। আর সেটা হলে বিশ্বকাপের ঠিক আগে যে বড় ধাক্কাই পাবে পাকিস্তান, তা একরকম নিশ্চিত।