এশিয়ান গেমসে কবে মাঠে নামছে টাইগাররা?

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-16 15:04:09

প্রকাশিত হয়েছে এশিয়ান গেমস ২০২৩ এর ক্রিকেট ইভেন্টের সূচি। আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসের ক্রিকেট পর্ব। যেটার ফাইনাল হবে ০৭ অক্টোবর। ১৮ ম্যাচের এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চেচিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে। যেটা চীনের হাংচোতে অবস্থিত। টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। যেটা অনুষ্ঠিত হবে আগামী ০৪ অক্টোবর, বাংলাদেশ সময় বেলা ১২ টায়।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু করে ০৭ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্টে ৩০ সেপ্টেম্বর এবং ০৫ অক্টোবর কোনো ম্যাচ নেই। এছাড়া প্রতিদিন দুইটি করে ম্যাচ মাঠে গড়াবে। গ্রুপ পর্বের লড়াই শেষে ছোটদল গুলো মুখোমুখি হবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের। কোয়ার্টার ফাইনালের এই লড়াই শুরু হবে ০৩ অক্টোবর থেকে।

গ্রুপ পর্বে লড়বে নেপাল, জাপান, হংকং, সিঙ্গাপুর, মালেশিয়া, বাহরাইন, মালদ্বীপ, কম্বোডিয়া, থাইল্যান্ড, মঙ্গোলিয়া এবং আফগানিস্তান। এই দলগুলো থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটা চারটি দল মুখোমুখি হবে এশিয়ার ক্রিকেটের চার পরাশক্তির। তবে আফগানরা তাদের একমাত্র ম্যাচে মঙ্গোলিয়াকে হারালেই তারা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পাবে।

০৩ অক্টোবর টুর্নামেন্টে প্রথম কোয়ার্টার ফাইনালে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে ভারত এবং পাকিস্তান। ভার‍তের ম্যাচ বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় আর পাকিস্তানের ম্যাচ বেলা সাড়ে বারোটায়। পরদিন সকাল সাড়ে সাতটায় মাঠে নামবে লঙ্কানরা আর টাইগাররা নামবে সাড়ে বারোটায়।

একদিন বিরতি দিয়ে আগামী ০৬ অক্টোবর সকাল সাড়ে সাতটায় হবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। আর দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে বেলা সাড়ে ১২ টায়। ০৭ অক্টোবর অর্থাৎ শেষদিন সকাল সাড়ে সাতটায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবে সেমিতে হেরে যাওয়া দুই দল। আর জয়ী দুই দলের ফাইনাল বেলা সাড়ে ১২ টায়।

এ সম্পর্কিত আরও খবর