শঙ্কায় সাউদির বিশ্বকাপ স্বপ্ন

ক্রিকেট, খেলা

Apon tariq | 2023-09-16 14:10:40

ইংল্যান্ড সফরের শেষ ম্যাচ। ম্যাচটি শেষ করেই হয়তো বাড়ি ফিরে ভারত বিশ্বকাপের জন্য প্রস্তুত হতেন টিম সাউদি। নিউজিল্যান্ডকে প্রথম শিরোপা জেতাতে বিশ্বমঞ্চে মাঠে নামতেন অভিজ্ঞ এই পেসার। সেই স্বপ্নে বেশ বড়সড় ধাক্কায় খেলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে কিউইদের ১০০ রানের হারের ক্ষত দ্বিগুণ হয়ে ধরা দিয়েছে সাউদির চোট।

লর্ডসে ইনিংসের ১৪ তম ওভার স্লিপে ফিল্ডিংয়ে দাঁড়ান সাউদি। বেন লিস্টারের বল স্লিপে ক্যাচ তুলে দেন জো রুট। সেটি লুফে নিতে গিয়েই ডান হাতের বৃদ্ধা আঙুলের হাড় স্থানচ্যুত হয় ডানহাতি এই পেস তারকার। বিশ্বকাপের মাত্র ২০ দিন আগে এমন চোটে শঙ্কায় ফেলে দিয়েছে সাউদির ভারত বিশ্বকাপে অংশগ্রহণ।

ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে হারলেও নিউজিল্যান্ডের এখন মূল ভাবনার জায়গা সাউদির চোট। ম্যাচ শেষে সাউদিকে নিয়েই তাই বেশি কথা বলতে হয়েছে কিউই অধিনায়ক টম ল্যাথামকে। বলেন, ‘তিনি আমাদের গ্রুপের মধ্যে একজন বড় নেতা। কাজেই তার দিকে বিশেষ নজর রাখা হবে। দেশে ফিরে দেখব তার চোট কতটা গুরুতর। তবে আমাদের হাতে প্রথম ম্যাচটি শুরু করার জন্য এখনও কিছুটা সময় আছে, তাই আমরা আগামী কয়েকদিন তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’

ল্যাথাম আরও বলেন, ‘সে বেশ সাহসী চরিত্র, তাই আমি নিশ্চিত বিশ্বকাপের বিমানে চড়তে সে তার যথাসাধ্য চেষ্টা করবে। এবং প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হবে। তবে এই মুহূর্তে এটি বলা কঠিন যে সময়সীমা কী হবে। সে বাড়ি ফিরলে আরও কয়েকটি স্ক্যান করা হবে। তখনই জানা যাবে কি হবে।’

এ সম্পর্কিত আরও খবর