এশিয়া কাপ শেষে দেশে ফিরল বাংলাদেশ

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-16 13:44:52

এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দল হিসেবে ব্যর্থ হলেও একমাত্র সাফল্য ১১ বছর পর কোনো বহুজাতিক টুর্নামেন্টে ভারতকে হারানো। পাল্লেকেলে-লাহোর-কলম্বো থেকে ঢাকা, প্রায় সপ্তাহ তিনেকের এই সফর শেষে টাইগারদের অর্জন পাঁচ ম্যাচে দুই জয়।
সুপার ফোর পর্ব শেষের পর দিন অর্থাৎ আজ শনিবার বেলা ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাকিব আল হাসানের দল।
স্কোয়াড ঘোষণার আগে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের পদত্যাগ এবং ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে সরে যাওয়া; ইবাদাত হোসেনের ছিটকে যাওয়া; জ্বরের কারণে প্রথম দুই ম্যাচে লিটন দাসের খেলতে না পারা এবং দুই ম্যাচ খেলে ইনজুরির কারণে নাজমুল হোসেন শান্ত'র ছিটকে যাওয়া - পুরো এশিয়া কাপ জুড়েই ব্যর্থতার পাশাপাশি এই ইনজুরিগুলোও বাংলাদেশকে ভুগিয়েছে বেশ।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হার দিয়ে শুরু। এরপর লাহোরে ডু অর ডাই ম্যাচে আফগানদের বিপক্ষে ৮৯ রানের বিশাল ব্যবধানের জয় দিয়ে সুপার ফোরের টিকিট কাটা। সুপার ফোরের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের পরাজয়। এর পরবর্তী ম্যাচে কলম্বোয় আরেক স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানের হতাশাজনক এবং অপ্রত্যাশিত পরাজয় শেষ করে দেয় বাংলাদেশের ফাইনালের স্বপ্ন।
শেষ ভালো যার, সব ভালো তার - এই প্রবাদে বিশ্বাস করে খানিকটা প্রাপ্তির ঢেঁকুর তুলতেই পারে বাংলাদেশ। কারণ ভারতের বিপক্ষে নিয়মরক্ষা ম্যাচে বাংলাদেশ করে নতুন পরীক্ষা। আর তাতেও লেগে যায় বাজি। প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই হারিয়ে দেয় আসরের ফাইনালিস্ট ভারতকে। যদিও ভারতও তাদের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারকে বেঞ্চে বসিয়েছিলো। তবে নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপের আগে এমন জয় টাইগারদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সেটা নিশ্চিত করে বলা যেতেই পারে।

এ সম্পর্কিত আরও খবর