সাকিবের ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-15 17:38:12

২৮ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ পাঁচে নেমে খুব একটা সঙ্গ দিতে পারেননি। সাকিব আল হাসানকে তাই পাহাড়সম চাপ কাঁধে নিয়েই ব্যাট করতে হচ্ছে। আর সে চাপ কী দারুণভাবেই না সামাল দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। অভিজ্ঞতার সবটা নিংড়ে দিয়ে সাকিব তুলে নিয়েছেন ৫৫তম ওয়ানডে ফিফটি।

বাংলাদেশ ইনিংসের ২৬তম ওভারে অক্ষর প্যাটেলকে মিডউইকেটের উপর দিয়ে সীমানাছাড়া করে ফিফটি পূর্ণ করেন সাকিব। শুরু থেকেই আক্রমণাত্মক ঢংয়ে খেলতে থাকা সাকিব পঞ্চাশ স্পর্শ করেন ৬৫ বলে। পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে তার জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান তুলেছে বাংলাদেশ। ৬৬ রানে ব্যাট করছেন সাকিব, হৃদয়ের ব্যাট থেকে এসেছে ২৮ রান।

এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১৫ রানের মাঝে দুই ওপেনার লিটন দাস (০) এবং তানজিদ হাসানকে (১৩) হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ সময় পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া বিজয়ও (৪) সুযোগ কাজে লাগাতে পারেননি।

এ সম্পর্কিত আরও খবর