কাকতালীয়ভাবে এনামুল হক বিজয়ের শেষ চার ওয়ানডের সবগুলোই খেলেছেন ভারতের বিপক্ষে। গত বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ওয়ানডেতে সব মিলিয়ে করেছিলেন ৩৩ রান। প্রায় ৯ মাস পর আবারও সেই ভারতের বিপক্ষেই ওয়ানডে খেলার সুযোগ পেলেন। তবে এই সুযোগটাও কাজে লাগাতে পারলেন না।
তিনে নেমে চার রানের বেশি করতে পারেননি বিজয়। এই চার রান করতে খরচ করেছেন ১১ বল। স্কোরিং শট ১টি। শার্দুল ঠাকুরকে মিডউইকেট দিয়ে সীমানাছাড়া করে নবম বলে রানের খাতা খুলেছিলেন। এর ঠিক এক বল পরই শার্দুলের নিরীহদর্শন বলকে শুন্যে পাঠিয়ে উইকেটকিপার কেএল রাহুলের তালুবন্দি হয়ে ফিরেছেন। স্কোরবোর্ডে ২৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
শুরুর চাপ সামলে বাংলাদেশের হাল ধরার চেষ্টা করছেন অধিনায়ক সাকিব আল হাসান (১৭*) এবং মেহেদী হাসান মিরাজ (৭*)। তবে ভারতীয় পেসারদের তোপের মুখে আপাতত তারাও আছেন অস্বস্তিতে। পাওয়ারপ্লে'র শেষ ওভারে শার্দুল ঠাকুরের বলে ব্যক্তিগত ৩ এবং ৫ রানে দুইবার জীবন পেয়েছেন মিরাজ। একবার তার ক্যাচ ফেলেছেন ভারতের জার্সিতে আজই অভিষিক্ত তিলক ভার্মা। ওভারের শেষ বলে স্লিপে মিরাজের দেয়া ক্যাচ হাতে জমাতে ব্যর্থ হন সূর্যকুমার যাদব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪৯।