শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদশ

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-15 16:07:50

জ্বরের কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলা হয়নি লিটন দাসের। সুপার ফোরের আগে দলে ফিরেছিলেন, খেলেছেন তিন ম্যাচেই। তবে এই টুর্নামেন্টে লিটনের সহজাত ব্যাটিংয়ের দেখা পাওয়া গেল না। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি। আজ ভারতের বিপক্ষে ওপেনিংয়ে ফিরে রানের খাতাই খুলতে পারলেন না।

মোহাম্মদ শামির অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরের দিকে আসতে থাকা বলের লাইন মিস করে যান লিটন। প্যাডে লেগে বল আঘাত হানে স্টাম্পে। যার ফলে দুই বল খেলে কোনো রান না করেই সাজঘরের পথ ধরতে তাকে।

লিটন ভুগলেও প্রথম দুই ওভারে বেশ কয়েকটি চার হাঁকিয়ে আত্মবিশ্বাস কুড়িয়েছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান। তবে লিটন ফেরার পরের ওভারে ঝরে পড়েছেন তিনিও। শার্দুল ঠাকুরের খাটো লেংথের বলকে পুল করতে গিয়ে উল্টো স্টাম্পে টেনে এনেছেন ১৩ রান করা এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৪ ওভারে ২ উইকেটে ২০।

এ সম্পর্কিত আরও খবর