ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-15 15:38:07

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। সুপার ফোরে প্রথম দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতের। অন্যদিকে দুই ম্যাচ হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আনুষ্ঠানিকতার এই ম্যাচটা তাই দুই দলের জন্যই বিশ্বকাপের আগে নিজেদের পরখ নেয়ার আরও একটা সুযোগ।

পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে পেসার পেসার তানজিম হাসান সাকিবের। এছাড়া একাদশে নাঈম শেখের জায়গা নিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এশিয়া কাপের বেশ কয়েক ম্যাচে ওপেন করা মেহেদী হাসান মিরাজ টিমশিট অনুযায়ী নেমে গেছেন সাত নম্বর পজিশনে।

সদ্যোজাত সন্তান এবং স্ত্রীর পাশে থাকতে ভারত ম্যাচে না খেলা মুশফিকুর রহিমের জায়গায় দলে ঢুকেছেন এনামুল হক বিজয়। এছাড়া মোস্তাফিজুর রহমান এবং শেখ মেহেদীও ভারতের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছেন। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), তানজিদ হাসান, আনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা।

এ সম্পর্কিত আরও খবর