ভারত ম্যাচের আগে আরেক দুঃসংবাদ

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-15 14:36:23

এশিয়া কাপে ভরাডুবি শুধু এশিয়া কাপেই নয়, প্রভাব ফেলেছে বাংলাদেশের ওয়ানডে র‍্যাংকিংয়েও। নিজেদের সেরা ফরম্যাটে সাকিব আল হাসানের দল পিছিয়েছে এক ধাপ। তামিম ইকবালের রেখে যাওয়া সাত নম্বর পজিশন থেকে বাংলাদেশ এখন নেমেছে আটে। ভারতের বিপক্ষে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের আট নাম্বার দল হিসেবেই মাঠে নামবে তারা। অন্যদিকে ভারত উঠেছে দুইয়ে।

৯২ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। মাত্র এক রেটিং (৯৩) বেশি নিয়ে শ্রীলঙ্কা উঠে এসেছে সাতে। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অস্ট্রেলিয়ার। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টপকে দুইয়ে উঠে এসেছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১৬।

অন্যদিকে ওয়ানডে র‍্যাংকিংয়ের এক নাম্বার দল হিসেবে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছিলো পাকিস্তান। কিন্তু এশিয়া কাপে পাঁচ ম্যাচে মাত্র দুই জয় পাওয়া দলটা প্রথমে হারিয়েছিলো শীর্ষস্থান। এবার দ্বিতীয় স্থানও হারালো। তাদের রেটিং পয়েন্ট ১১৫।

এছাড়াও চারে থাকা ইংলিশদের রেটিং ১০৪। পাঁচে থাকা কিউইদের রেটিং ১০২। একশোর অধিক রেটিংধারী অবশিষ্ট দল সাউথ আফ্রিকা। তাদের রেটিং ১০১। ৮০ রেটিং নিয়ে বাংলাদেশের নিচে অর্থাৎ নয়ে আছে আফগানিস্তান। ওয়ানডেতে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আছে দশে। রেটিং পয়েন্ট মাত্র ৬৮। টেস্ট খেলুড়ে দল গুলোর মধ্যে জিম্বাবুয়ে আছে এগারোতে আর আইরিশরা তেরোতে।

এ সম্পর্কিত আরও খবর