বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-15 14:32:07

বিশ্বকাপ সামনে রেখে এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও ঝুঁকি নেয়নি পাকিস্তান। হালকা চোট পাওয়ায় দলের দুই তারকা পেসার নাসিম শাহ ও হারিস রউফে খেলায়নি শ্রীলঙ্কার বিপক্ষে। যার দায় চুকাতে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়ে। এশিয়া কাপের ব্যর্থতা নিশ্চয় বিশ্বকাপে ভুলিয়ে দিতে চাইবে পাকিস্তান। তবে সেখানেও আছে দুশ্চিন্তার ছাপ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে বাবর আজম দিয়েছেন তেমনই ইঙ্গিত। জানিয়েছেন বিশ্বকাপের শুরুর দিকে নাসিমকে নাও পেতে পারে পাকিস্তান।

এর আগে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নাসিম। একই ম্যাচে চোটের কারণে ম্যাচের মাঝেই ছিটকে যান হারিস রউফ। নাসিমের চোটের ব্যাপারে বৃহস্পতিবার রাতে ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘হারিস রউফের অবস্থা ভালো। তার একটু টান লেগেছে। কিন্তু সে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে। নাসিমের ব্যাপার কিছুটা ভিন্ন। দুজনের চোটে পার্থক্য আছে। তার সুস্থ হয়ে উঠতে কত দিন লাগবে, জানি না। তবে আমার মতে, নাসিমকে বিশ্বকাপের শেষ দিকে পাওয়া যাবে। দেখা যাক কী হয়।’

আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান মাঠে নামবে আগামী ৬ অক্টোবর। যেখানে বাবরদের প্রতিপক্ষ বাছাইপর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ডস। এরপর ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

এ সম্পর্কিত আরও খবর