মুশফিকুর রহিমকে ভারতের বিপক্ষে এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে পাওয়া যাচ্ছে না। এই খবর অতীত। বর্তমানে যে বিষয়ে আলোচনা হচ্ছে বেশি সেটা হলো অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারের পরিবর্তে একাদশে আসবেন কে? এক্ষেত্রে সর্বাধিক উচ্চারিত নাম এনামুল এক বিজয়। ওপেনিং পজিশনে খেলা ব্যাটারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তিনি একজন উইকেটকিপার।
জ্বরের কারণে উইকেটকিপার ব্যাটার লিটন দাস এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে দলের সাথে ছিলেন না। তার পরিবর্তে দলে যোগ দেন উইকেটকিপার ব্যাটার এবং ওপেনার এনামুল হক বিজয়। তবে দুই ম্যাচ খেলার পর নাজমুল হোসেন শান্ত'র ইনজুরিতে দলের সাথে যোগ দিয়ে ম্যাচ খেলেন লিটন। কিন্তু বিজয়ের সুযোগ মেলেনি। প্রশ্ন আসতে পারে এবার কী তাহলে বিজয়ের একাদশে সুযোগ আসবে?
এশিয়া কাপের স্কোয়াডে লিটনের পরিবর্তে বিজয়কে অন্তর্ভুক্ত করার পর অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, 'আমাদের দলে কোনো ব্যাকআপ উইকেটকিপার নেই। এটা একটা সমস্যা। আর মূল বিষয় হলো লিটন ও বিজয় দুজনই টপঅর্ডারে ব্যাটিং করে। যদি মুশফিক ভাইয়ের কিছু হয় যেমন কনকাশন বা ছোটখাটো চোট। যদি উনি ওইদিন কিপিং না করতে পারে, সেক্ষেত্রে বিজয় বিকল্প হিসেবে থাকবে।'
সাকিবের এই বিবৃতির পর অবশ্য লিটনও দলে ফিরেছিলেন। সেক্ষেত্রে ব্যাকআপ উইকেটরক্ষকের যে ঘাটতি সেটাও নিশ্চয়ই দ্বিগুণ ভাবেই পূরণ হয়েছে। ভারতের বিপক্ষে যেহেতু মুশফিকুর রহিম খেলছেন সেক্ষেত্রে বিজয়ের একাদশে থাকার সম্ভবনা কতটুকু? এই প্রশ্নটা আসতেই পারে। লিটন দাস যদি উইকেটকিপিংয়ের ভূমিকায় না আসেন সেক্ষেত্রে বিজয় একাদশে আসবেন এবং উইকেটের পেছনেও দায়িত্বও পালন করবেন। আর যদি লিটনই থাকেন উইকেটের পেছনে তাহলে একাদশে বিজয়কে দেখার সম্ভাবনা কম।
মেইকশিফট ওপেনার হিসেবে ব্যাটিং অর্ডারে নিজের ভূমিকা করছেন মেহেদী মিরাজ। মিরাজকে যদি নিচে ব্যাট করতে পাঠানো হয় সেক্ষেত্রে ওপেনার তানজিদ হাসান তামিমকেও দেখা যেতে পারে একাদশে। তবে দুই বাঁহাতি ব্যাটার দিয়ে ইনিংস উদ্বোধন করবে কিনা বাংলাদেশ সেটাই প্রশ্ন।
তবে লিটন যদি কিপিং করেন সেক্ষেত্রে মিডল অর্ডারে মুশফিকের পরিবর্তে দলে আসতে পারেন আফিফ হোসেন ধ্রুব৷ পাকিস্তানের বিপক্ষে তাকে আট নাম্বারে খেলানো নিয়ে হয়েছে সমালোচনা। শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য তাকে একাদশেই রাখা হয়নি। সেক্ষেত্রে মুশফিকের পরিবর্তে ভারতের বিপক্ষে একাদশে আসলে আরো ব্যাট করার সুযোগ আসতে তার।
তবে ভারত ম্যাচের আগে সবচাইতে আলোচ্য বিষয় কে আসবেন মুশফিকের জায়গায়? সেক্ষেত্রে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে এনামুল হক বিজয়ের সম্ভাবনাই বেশি।