পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কপাল পুড়বে কার?

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-14 15:40:47

কলম্বোতে এশিয়া কাপের প্রায় সব ম্যাচেই দেখা গেছে বৃষ্টির আনাগোনা। আজও তার অন্যথা হবে কেন! আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচেও যথারীতি বৃষ্টি হাজির। সেটাও ম্যাচ শুরুর আগে থেকেই। বৃষ্টির তোড়ে মাঠকর্মীদের পুরো মাঠই মুড়িয়ে দিতে হয়েছে কাভারে।

এমন অবস্থায় ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, আজকের ম্যাচটি যদি বৃষ্টির পেটে যায় তাহলে ফাইনালে ভারতের সঙ্গী হবে কে, আর কলম্বোর গোমড়ামুখো আকাশের মতো মুখ করে বাড়ি ফিরবে কারা? উত্তর সহজ। দুই ম্যাচ থেকে এক জয়, এক হারে দুই দলের পয়েন্টই এখন দুই। তবে নেট রানরেটে পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে শ্রীলঙ্কা। এই মুহূর্তে লঙ্কানদের নেট রানরেট ০.২০০। আর পাকিস্তানের নেট রানরেট -১.৮৯২।

এই ম্যাচ পরিত্যক্ত হলে এক পয়েন্ট করে পাবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পয়েন্ট সমান হলেও তখন সুবিধাজনক নেট রানরেটের সুবাদে ফাইনালের টিকিট কাটবে। স্বাগতিক শ্রীলঙ্কার জন্য আজ তাই কলম্বোর বৃষ্টিকে আশীর্বাদ বললে মোটেও অত্যুক্তি হবে না।

তবে এশিয়া কাপের ফাইনালে আরেকটা ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার আশায় যারা বুক বেঁধে আছেন, তাদের জন্য এই বৃষ্টি বড় এক বাধা হিসেবেই হাজির হয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর কলম্বোর এই মাঠেই অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপের ফাইনাল।

এ সম্পর্কিত আরও খবর