পেসাররা পাকিস্তানি ব্যাটারদের টুঁটি চেপে ধরেছিলেন। স্বল্প পুঁজি নিয়েও তাদের বোলিংয়ে কিছুটা হলেও আশার কিরণ দেখতে পাচ্ছিল বাংলাদেশ। তবে স্পিনাররা আসতেই সে ক্ষীণ আশাও উবে গেছে। তৃতীয় উইকেটে ইমাম উল হক এবং মোহাম্মদ রিজওয়ানের জুটিতে জয়ের দিকে এগোচ্ছে পাকিস্তান।
ওপেনার ফখর জামান (২০) এবং তিনে নামা অধিনায়ক বাবর আজম (১৭) ঝরে গেলেও ইমাম এবং রিজওয়ানের অর্ধশত রানের জুটিতে কক্ষপথেই রয়েছে পাকিস্তান। ডিআরএস ভাগ্য প্রসন্ন হওয়ায় একবার, দুইবার নয়- তিনবার আউট হওয়া থেকে বেঁচে গেছেন ওপেনার ইমাম। সে সুযোগ কাজে লাগিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৯তম অর্ধশতক। তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার রিজওয়ান।
এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতায় সাকিব-মুশফিকের জোড়া ফিফটির পরও ৩৮.৪ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে যায় টাইগাররা।