বাংলাদেশের দেয়া ১৯৪ রানের ব্যাট করছিলেন পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান এবং ইমাম উল হক। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলেছেন তারা। এরপরই ফ্লাডলাইট বিড়ম্বনায় থেমে গেছে ম্যাচ।
পাকিস্তান ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলের পরই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। যার ফলে আম্পায়াররা খেলা বন্ধ করেন দেন। দুই দলের খেলোয়াড়রাও মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান।
সুপারফোরের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ১৯৩ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। জবাব দিতে নেমে পাকিস্তানের দুই ওপেনার শুরুটা করেছেন সাবধানী। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামও গতি আর বৈচিত্র্যে স্বাগতিক ওপেনারদের হাত খুলে খেলার সুযোগ দিচ্ছেন না।
এর মধ্যে ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে পাকিস্তানি ওপেনার ফখর জামানকে ৯ রানে জীবন দিয়েছেন নাঈম শেখ। শরিফুলের অফ স্টাম্পের বাইরের বলে ফখর এজ করলেও তা হাতে জমাতে পারেননি স্লিপে থাকা নাঈম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ রানে ব্যাট করছেন ফখর, ১০ বলে ২ রান নিয়ে ক্রিজে আছেন ইমাম। জয়ের জন্য পাকিস্তানের এখনো প্রয়োজন ১৭৯ রান। বাংলাদেশের চাই ১০ উইকেট।