আফ্রিদির বলে বিদায় লিটনের

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-09-06 16:11:32

জ্বরের কারণে গ্রুপ পর্বে খেলতে পারেননি। লিটন দাস ফিরেছেন সুপার ফোরে পাকিস্তান ম্যাচ দিয়ে। দারুণ সব শট খেলে ইঙ্গিত দিচ্ছিলেন প্রত্যাবর্তনটা ভালোভাবেই রাঙানোর। কিন্তু শেষমেশ তা আর হলো কই? শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে তিনি ফিরলেন এবার। বাংলাদেশ আরও বিপদে পড়ল তাতে।

ভারতের ডানহাতি ব্যাটারদের বিপক্ষে শাহিন সাফল্য পেয়েছিলেন তার শক্তির জায়গা, ভেতরের দিকে ঢোকা ডেলিভারি দিয়ে। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে এখন পর্যন্ত সে ডেলিভারিতে সাফল্য পাননি। লিটন তাকে খেলছিলেন নির্বিঘ্নে।

তবে শাহিন কৌশল বদল করতেই লিটন গেলেন চমকে। শর্টার লেন্থ থেকে করা অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যেতে থাকা বলটায় খোঁচা দিয়ে বসেন তিনি। ১৩ বলে ১৬ রান করে সাজঘরমুখো হন তিনি।

এর আগে মেহেদি হাসান মিরাজ ফেরেন নাসিম শাহর শিকার হয়ে। এরপর এবার লিটনের বিদায়ে বাংলাদেশের বিপদটা খানিকটা বাড়লই বৈকি!

এ সম্পর্কিত আরও খবর