নেপালের বিপক্ষে ম্যাচটা ভারতের জন্য এক প্রকার বাঁচা-মরার লড়াই। সম্ভাবনা যদিও প্রায় নেইয়ের কোঠায়, কিন্তু হারলে বিদায় নিতে হবে রোহিত শর্মার দলকে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ভারত আজ মুখোমুখি নেপালের।
এই ম্যাচে ভারতের পক্ষেই গিয়েছে টস ভাগ্য। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা।
টস জিতে যখন সিদ্ধান্ত জানাচ্ছেন তিনি, তখনই খানিকটা বৃষ্টি পড়তে শুরু করেছিল। তবে টস পর্বটা শেষ করা গেল ভালোভাবেই। রোহিত জানালেন, বোলারদের বাজিয়ে দেখতে চান এবার। যদিও যশপ্রীত বুমরাহকে এই ম্যাচে পাচ্ছে না তার দল। তার জায়গায় মোহাম্মদ শামি এসেছেন একাদশে।
নেপালের অধিনায়কও এক 'রোহিত'। রোহিত পড়েল জানান, 'আমি মনে করি নেপাল ক্রিকেটের অনেক বড় একটা দিন আজ। আমাদের দক্ষতা পুরো বিশ্বকে দেখানোর একটা বড় সুযোগ আজ আমাদের সামনে।'
নেপালের একাদশেও আছে একটি পরিবর্তন। বাদ পড়েছেন আরিফ শেখ। তার বদলে দলে ঢুকেছেন ভিম শারকি।