মেহেদী হাসান মিরাজের পর তিন অঙ্কের দেখা পেলেন নাজমুল হোসেন শান্তও। এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে শান্তর লড়াইটা ছিল নিঃসঙ্গ। দলের ব্যাটিং দুর্দশার দিনে একমাত্র আলোকবর্তিকা ছিলেন তিনি। সে ম্যাচে দলীয় সর্বোচ্চ ৮৯ রান এসেছিল তার ব্যাট থেকে। তবে আজ আফগানিস্তানের বিপক্ষে মিরাজের সঙ্গ পেলেন শান্ত। সঙ্গী পেয়ে আরও স্বাধীনচেতা হয়ে ব্যাট চালালেন। তাতে মিরাজের মতো ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন তিনিও।
মুজিব উর রহমানের করা ইনিংসের ৪৩তম ওভারের চতুর্থ বলটিকে মিডউইকেটের দিকে ঠেলে দিয়ে এক রান নেন শান্ত। তাতে ঠিক ১০১ বলে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করা হয়ে যায় তার। চলতি বছরের মে'তে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
প্রথম পাওয়ারপ্লে'র শেষ ওভারে ওপেনার নাঈম শেখ এবং পরের ওভারে তাওহিদ হৃদয়কে হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে মিরাজের সঙ্গে তৃতীয় উইকেটে শান্তর ১৯৪* রানের জুটিতে সে ধাক্কা সামাল দেয়ার পাশাপাশি বড় সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশ।