৬৬ রানে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকছিল ভারত। ঈশান কিষান আর হার্দিক পান্ডিয়ার ব্যাটে পথ খুঁজে পেয়েছিল তারা। পঞ্চম উইকেট জুটিতে ১৪১ বলে ১৩৮ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফিরিয়েছিলেন তারা।
তবে হারিস রউফের দুর্দান্ত বোলিংয়ে সে জুটি ভেঙে গেছে। ৮১ বলে ৮২ রানের লড়াকু ইনিংস খেলে তার বলে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের তালুবন্দি হয়ে ফিরে গেছেন ঈশান। তবে সঙ্গী হারালেও এখনো ক্রিজে টিকে আছেন পান্ডিয়া। পাকিস্তানের বিপক্ষে এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৫ উইকেটে ২২৬ রান তুলেছে ভারত।
এর আগে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে পাকিস্তানি পেস আক্রমণের তোপে শুরুটা ভালো হয়নি ভারতের। পাওয়ারপ্লে'র মধ্যেই অধিনায়ক রোহিত শর্মা (১১), বিরাট কোহলি (৪) এবং ইনজুরি থেকে ফেরা শ্রেয়াস আইয়ারকে (১৪) হারায় ভারত। কচ্ছপগতিতে ১০ রান তুলে ইনিংসের ১৫তম ওভারে হারিসের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার শুবমান গিলও।
এরপরই ইনিংসের হাল ধরেন ঈশান-হার্দিক জুটি। ঈশান ৮২ রান করে ফিরে গেলেও হার্দিক ৮০* রানে অপরাজিত আছেন।