ভারত-পাকিস্তান মহারণের শুরুতেই বিপাকে ভারত, পাকিস্তান যেন রীতিমতো উড়ছে। টস হেরে ফিল্ডিংয়ে নেমে পাওয়ারপ্লেতেই তুলে নিয়েছে ভারতের তিনটি উইকেট। রোহিত শর্মা, বিরাট কোহলির পর এবার শ্রেয়াশ আইয়ারকেও হারিয়ে বসল ভারত। তাতে পাওয়ারপ্লে শেষেই বিপাকে পড়ে গেছে দলটি।
পঞ্চম ওভারে ভারতের ধসের শুরু। শাহিন শাহ্ আফ্রিদির বলে রোহিত শর্মা ফেরেন। এক ওভার পর ভারত ইনিংসে আবারও শাহিনের বাগড়া। এবার তিনি ফেরান বিরাট কোহলিকে।
প্রাথমিক ধাক্কাটা শ্রেয়াশ আইয়ার আর শুভমান গিলের ব্যাটে সামলানোর একটা সম্ভাবনা জেগেছিল। শুভমান শুরু থেকেই বেশ সাবধানী ছিলেন। তবে শ্রেয়াশ ছিলেন আক্রমণাত্মক মেজাজে।
তবে শ্রেয়াশের ইনিংসটা বড় হলো না শেষমেশ। হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাতেই পাওয়ারপ্লে শেষের আগে তৃতীয় উইকেট খুইয়ে বসে ভারত। প্রথম পাওয়ারপ্লেতে তোলে ৪৮ রান।
এর কিছু পরেই খেলায় আবারও বাগড়া দেয় বৃষ্টি। এর আগ পর্যন্ত ভারত ৩ উইকেট খুইয়ে তুলেছে ৫১ রান।